সম্প্রতি জামাইষষ্ঠী স্পেশাল এপিসোডের জন্য রচনা বন্দ্যোপাধ্যায়ের রিয়েলিটি শো দিদি নম্বর ১-এ এসেছিলেন সৌম্য চক্রবর্তী। সঙ্গে শাশুড়ি সঞ্চিতা চক্রবর্তী। একেবারে ধুতি পঞ্জাবি পরে বরবেশে হাজির হন তিনি। আর রচনার সঙ্গে কথা প্রসঙ্গে ফাঁস করলেন শ্বশুর খুব কড়া ধাতের মানুষ। এমনকী, শ্বশুরমশাইকে বাবা ডাকার অনুমতিও তাঁর নেই।
সৌম্যর কথায়, ‘ওই বাড়ির নিয়ম হচ্ছে শাশুড়িকে মামণি ডাকতে হবে. তবে শ্বশুরকে বাবা বলা যাবে না। উনি বলবেন, বাবা কেন বলছ, কাকা-জ্যাঠা যা ইচ্ছে বলো। বাবা বলবে না।’
আরও পড়ুন: খুনের অভিযোগে গ্রেফতার বিখ্যাত নায়ক! ময়না তদন্তের রিপোর্টে মিলল অত্যাচারের চিহ্ন
সৌম্য আরও জানান, প্রথমদিন যখন ‘প্রেমিক’ পরিচয়ে ঋতিকার বাড়ি যান সেদিন একেবারে ভয়ে ঠকঠক করে কাঁপছিলেন। দুজনের বন্ধুত্ব অনেকদিনের। তবে ওভাবে ওই পরিচয়ে গিয়ে বেশ ঘাবড়েই গিয়েছিলেন। ‘আমরা কিন্তু বহুদিনের বন্ধু। সারেগামাপা-র সময় থেকেই বন্ধু। কিন্তু বাড়িতে যাওয়া ওই প্রথম। তার আগে এদিক ওদিক ঘুরেছি। কাকু স্কুলের শিক্ষক, বুঝতেই পারছ। বলল, ওই বাড়ি আয় একদিন। বাড়ি গিয়ে বসেছি। আমার পা পুরো কাঁপছে।’, বলেন সৌম্য।
আরও পড়ুন: যেন জিতের জেরক্স কপি! ছেলে রনভের মুখ দেখালেন টলিউডের বস, কী অর্থ খুদের নামের?
তবে জি বাংলার তরফে এই ভিডিয়োর ছোট্ট ঝলক দেখেই ট্রোল করলেন নেট-নাগরিকরা। একজন লিখলেন, ‘এমন করে বলছে যেন প্রথম বিয়ে নতুন জামাই প্রথম জামাইষষ্ঠী খাচ্ছে’। আরেকজন লেখেন, ‘ভালোই পরকীয়া চালিয়েছিলেন তাহলে, বউ ফেলে।’
আরও পড়ুন: ভিন ধর্মে বিয়ে চেপে রাখার চেষ্টা? সোনাক্ষি-জাহিরের বিয়ে নিয়ে কী বললেন পুনম ধিলন
২০১৫ সালে দুর্নিবারকে হারিয়ে সারেগামাপা বাংলার-র ট্রফি জিতেছিলেন বাঁকুড়ার ছেলে সৌম্য। এরপরই প্রেমিকা রূপসার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। কিন্তু সেই বিয়ের বয়স বছর দেড় গড়াতে না গড়াতেই ছাড়াছাড়ি। সেই ঝড় ঝাপটা কাটিয়ে গত বছরই বসেছেন দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে।
আদতে সৌম্যর ‘ফ্যান গার্ল’ ছিলেন ঋতিকা। সারেগামাপা চলাকালীন পার্পেল মুভি টাউনে পৌঁছেছিলেন স্বপ্নের গায়ককে সামনা সামনি দেখতে। পরে সোশ্যাল মিডিয়ায় জমে উঠেছিল বন্ধুত্ব। তখন অবশ্য প্রেম ছিল না, বন্ধুত্বই ছিল সম্পর্কের ভিত্তি। লকডাউনের সময় আরও কাছাকাছি আসেন দুজনে। প্রেম নিয়ে কোনওদিন লুকোছাপা করেনি। বরাবর তাঁদের বার্তা- ‘বেশ করেছি, প্রেম করেছি’। সারেগামাপা-র পর ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন সৌম্য।