বাংলা নিউজ > বায়োস্কোপ > Sonakshi-Zaheer Mehendi: জাহিরের নামের মেহেন্দি হাতে সোনাক্ষী, ফাঁস হল জুটির প্রাক-বিয়ের অনুষ্ঠানের ছবি!
অবশেষে আইবুড়ো নাম ঘোচাতে চলেছেন বলিউডের ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা। জাহির ইকবালের সঙ্গে ২৩ জুন গাঁটছড়া বাঁধতে চলেছেন শক্রঘ্ন কন্যা। শুক্রবার থেকই প্রাক-বিয়ের সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। এদিন ছিল সোনাক্ষী-জাহিরের মেহেন্দি সেরেমানি। হবু দম্পতির ঘনিষ্ঠ বন্ধু জফর আলি মুন্সির সৌজন্যে সামন এল সোনাক্ষী-জাহিরের মেহেন্দি লুক। আরও পড়ুন-অভিমান গলে জল! ভিনধর্মে মেয়ে সোনাক্ষীর বিয়েতে সায়, হবু জামাইকে বুকে টানলেন শত্রুঘ্ন