সোহম চক্রবর্তীর সদ্যই ৪১ বছরে পা দিলেন। আর সেই দিনই তিনি তাঁর আগামী ছবির কথা ঘোষণা করলেন। জানালেন তাঁর আগামী ছবির নাম বহুরূপ। নাম দেখেই স্পষ্ট এই ছবিতে তাঁকে একাধিক লুকে দেখা যাবে। প্রকাশ্যে এসেছে সেটার ঝলকও। মুক্তি পেয়েছে ছবির পোস্টার।
আরও পড়ুন: ফের সাইবার অপরাধের শিকার রণজয়! ভক্তদের সতর্ক করে কী বার্তা দিলেন গুড্ডির স্যারজি?
সোহম চক্রবর্তীর নতুন ছবি
এদিন সোহম চক্রবর্তীর বহুরূপ ছবিটির যে পোস্টার প্রকাশ্যে এসেছে সেখানে ভাঙা কাচের মধ্যে অভিনেতার বিভিন্ন রূপ দেখা যাচ্ছে। কোথাও তিনি বৃদ্ধ, কোথাও মহিলা, কোথাও বহুরূপী, তো কোথাও আবার রাগত চোখে তাকিয়ে। ছবির পোস্টার থেকেই জানা গিয়েছে এটির পরিচালনা করেছেন আকাশ মালাকার। চলতি বছরেই কাজ শুরু হবে ছবির, আগামী বছরের গোড়ার দিকে বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন: ফের দুর্ঘটনার কবলে সৌরভ, বরাত জোরে পেলেন রক্ষা! কী ঘটেছে মহারাজের সঙ্গে?
কী নিয়ে এই ছবি? জানা গিয়েছে বহুরূপ ছবিতে এক অভিনেতার গল্প ফুটে উঠবে যে নিজেকে হারিয়ে ফেলেছে কোন এক চরিত্রের অন্ধকারে। বাংলার সবথেকে বড় থ্রিল এবং মার্ডার মিস্ট্রি হতে চলেছে এই ছবি, দাবি নির্মাতাদের।
এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, ভরত কল, দেবলীনা দত্ত , রাজা দত্ত, গোপাল তালুকদার, রাজু মজুমদার, প্রমুখকে। দেবের পর এই ছবিতে সোহমের বিপরীতে দেখা মিলবে 'কিশোরী' ইধিকা পালকে। সোমনাথ কুন্ডু সোহম চক্রবর্তীর সাতটি লুক ফুটিয়ে তুলেছেন তাঁর মেকআপের গুনে। খালি সোহমকে যে সাতটি লুকে দেখা যাবে তাই নয়, ইধিকা পালকেও নানা রূপে দেখা যাবে। এস বি ফিল্মস অ্যান্ড এন্টারটেইন্মেন্ট এবং রুক্মিণী ফিল্মস অ্যান্ড এন্টারটেইন্মেন্ট এই ছবির প্রযোজনা করছে।
আরও পড়ুন: স্ত্রী ২ থেকে অ্যানিম্যাল, জওয়ান সবাইকে ছাপিয়ে এগিয়ে গেল ছাবা! ১৯ তম দিনে কত আয় করল ভিকির ছবি?
আরও পড়ুন: সা রে গা মা পা শেষ হতেই নতুন শুরুর ঘোষণা ফার্স্ট রানার আপ ময়ূরীর! এবার কোথায় শোনা যাবে তাঁর গান?
এদিন আগামী ছবির কথা ঘোষণা করে সোহম তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি এর আগে কখনও এমন কাজ করিনি। সাতটা চরিত্র একটা ছবিতে।’