
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বলিউডে গানের জগতে বর্তমানে এক উজ্জ্বল নক্ষত্র হলেন অরিজিৎ সিং। তাঁর গাওয়া গান ছাড়া কোনও হিট সিনেমা যেন ভাবাই যায় না আজকাল। সম্প্রতি এক পডকাস্টে প্রখ্যাত বলিউড গায়ক শাহিদ মাল্য দাবি করেন, অরিজিতের গাওয়া বিখ্যাত একটি গান নাকি আসলে তাঁর গাওয়া। এই নিয়ে তাঁর কাছে ক্ষমাও চেয়েছিলেন প্রীতম।
‘রব্বা ম্যায় তো মার গয়া’, ‘কুক্কড়’, ‘দো ধরি তলোয়ার’, ‘রাধা’, ‘ইসকি উসকি’-র মতো গান শোনা গিয়েছে শাহিদ মাল্যর গলাতে। আর সম্প্রতি তাঁকে বলতে শোনা গেল, কীভাবে তাঁর গাওয়া একটি গান পরবর্তীতে রিজিৎ সিং দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছিল। এ দিল হ্যায় মুশকিল সিনেমার চান্না মেরেয়া গানটি প্রথম রেকর্ড করেছিলেন তিনিই। তবে প্রকাশের এক সপ্তাহ আগে, সুরকার প্রীতমের কাছ থেকে একটি ফোন এসেছিল তাঁর কাছে। ক্ষমা চেয়েছিলেন তিনি। জানানো হয়েছিল, প্রযোজনা দলের সিদ্ধান্তের কারণে অরিজিৎ সিং গানটি গাইছেন। দুই বছর ধরে এই গানের জন্য তাঁর হৃদয় ও আত্মা ঢেলে দেওয়ার পর, শেষ মুহূর্তে এসে বাদ পড়া, তাঁকে গভীরভাবে আঘাত দিয়েছিল।
আরও পড়ুন: বাংলায় ভিডিয়ো বানানো বং গাই কিরণ ‘বাংলার’ ছেলেই নন! বাবা পড়শি রাজ্যের, জানা গেল এতদিনে
শাহিদকে বলতে শোনা গেল, ‘আমি গানটিতে হৃদয় এবং আত্মা দিয়েছিলাম। কিন্তু পরে দেখা গেল গানের সঙ্গেই আর থাকা হল না। একটাই স্বান্তনা যে, সুরেলা কোনও মানুষ সেই গানটি গেয়েছেন। অরিজিৎ ছাড়া অন্য কেউ গাইলে, হয়তো আরও বেসি খারাপ লাগত।’ সঙ্গে তাঁকে বলতে শোনা গেল, একসময় ‘রাব্বা মে তো মার গয়া’ গানের জন্য, রাহাত ফতেহ আলি খানকে প্রতিস্থাপন করেছিলেন তিনি। তাই খুব সহজে বুঝতে পেরেছিলেন, এটাই ইন্ডাস্ট্রির ট্রেন্ড।
আরও পড়ুন: টেরেন্সের সঙ্গে প্রেম টেকেনি! ‘সুন্দর বাচ্চা পেতে চাই…’, মা হওয়ার আকাঙ্খা নোরার
শাহিদ মাল্য নিজের সাক্ষাৎকারে, যেভাবে আজকাল সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে গায়কদের গুরুত্ব দেওয়া হয়, সেই ট্রেন্ডের নিন্দে করেছেন। ‘সুরকারের নিজের এবং গায়ককে বিশ্বাস করা উচিত। তাদের গায়কের প্রতি ১০০% বিশ্বাস থাকা উচিত’, বলতে শোনা গেল তাঁকে।
আরও পড়ুন: ‘বলি যদি টাকা দিতে পারো…’! নিজের বাবাকে ‘অর্থের গরম দেখিয়ে’ আর কী বললেন নন্দিনী
দিনকয়েক আগে এমন কথা শোনা গিয়েছিল শানের মুখেও। তিনিও মেনে নিয়েছিলেন ইন্ডাস্ট্রি এখন অরিজিৎ ছাড়া কিছু ভাবতেই পারছে না। ‘আমি মনে করি সাম্প্রতিক অতীতে যা ঘটেছে, অবশ্যই অরিজিৎ বলিউডের ভালো গানের সিংহভাগ পেয়েছে। তবে আজও আমি মনে করি, সঙ্গীত শিল্পে একটি নির্দিষ্ট পরিমাণ নিরাপত্তাহীনতা রয়েছে।’, বলতে শোনা গিয়েছিল গায়ককে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports