দোলের দিনই সুখবর প্রকাশ্যে আনলেন গায়ক ইমন চট্টোপাধ্যায়। জানালেন তিনি বাবা হয়েছেন। তাঁর এবং তাঁর স্ত্রী ঋতুপর্ণার পুত্র সন্তান হয়েছে।
ইমন চট্টোপাধ্যায়ের ছেলে
দোলের দিন দুপুরে ইমন চট্টোপাধ্যায় একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁর হাতের উপর তাঁর স্ত্রী ঋতুপর্ণার হাত এবং সবার উপর সেই একরত্তির মুঠোবন্দি হাত দেখা যাচ্ছে। এই ছবিটি পোস্ট করে ইমন চট্টোপাধ্যায় লেখেন, 'আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের জীবন আরও উজ্জ্বল হয়ে উঠেছে ছোট্ট ঈশ্বরের দূতের আগমনে। আমাদের ছেলে হয়েছে। আমরা মহাবিশ্বকে ধন্যবাদ জানাচ্ছি এটার জন্য। ধন্যবাদান্তে ইমন এবং ঋতুপর্ণা।'
আরও পড়ুন: শাহরুখের সঙ্গে একফ্রেমে ধরা দিয়েই আপ্লুত নীতীশ রানার স্ত্রী, সাঁচি লিখলেন, 'যে আপনাকে বদলে দেয়...'
এই ছবি পোস্ট করে সেটার ক্যাপশনে ইমন চট্টোপাধ্যায় লেখেন, 'এই দোলে ইশ্বর আমাদের জীবনের শ্রেষ্ঠ রংটা উপহার দিয়েছেন। শুভ দোলযাত্রা।' প্রসঙ্গত দোলের দিন সুখবর দিলেও গায়ক কিন্তু ১১ মার্চ বাবা হয়েছেন।
কে কী লিখলেন?
অনেকেই ইমনের পোস্টে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে। অভিনেত্রী সোনালি চৌধুরী লেখেন, 'শুভেচ্ছা।' গায়ক কিঞ্জল চট্টোপাধ্যায় লেখেন, 'অনেক শুভেচ্ছা ভাই। ইশ্বর ছোট্ট পুতুলকে ভালো রাখুন।' গায়কের অনুরাগীরাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: 'রাজনীতি না বুঝলে দূরে থাকুন...' নাম না করে নুসরতকে কটাক্ষ অঙ্কুশের? মিমির প্রশংসায় বললেন কী?
ইমন চট্টোপাধ্যায় কে?
ইমন চট্টোপাধ্যায় ইন্ডিয়ান আইডল থেকে খ্যাতি পান। সেবারের সিজন না জিতলেও তিনি খ্যাতি অর্জন করেন। বর্তমানে তিনি টলিউড, বলিউড সর্বত্রই দাপিয়ে কাজ করছেন। কিছুদিন আগেই দাদাগিরি ১০ এ এসেছিলেন হোলি স্পেশ্যাল পর্বে অতিথি হয়ে।