
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সুপারস্টার সিঙ্গার ৩ এর মঞ্চে সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল উদিত নারায়ণ বিশেষ পর্ব। আর সেখানেই বর্ষীয়ান গায়কের সামনে তাঁরই গান গেয়ে তাক লাগাল বাংলার ছেলে শুভ সূত্রধর। শুধু তাই নয় শুভ এদিন রীতিমত উদিত নারায়ণকে অনুকরণ করে।
আরও পড়ুন: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই হার্দিকের সঙ্গে বিয়ের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ফিরিয়ে আনলেন নাতাশা?
এদিন একটি গোলাপি শার্ট করে পারফর্ম করতে আসে শুভ। এসেই উদিত নারায়ণকে বলেন, 'আপনি অনেক সাক্ষাৎকারে বলেছেন যে আপনি সমস্ত রেকর্ডিংয়ে গোলাপি শার্ট পরে যান। আমিও আজ তাই পরে এসেছি। দেখি আপনার যেটা লাকি কালার সেটা আমারও লাকি রং হয় কিনা।'
আরও পড়ুন: 'এই ধরনের হামলার চরম নিন্দা করছি', রবিনাকে হেনস্থা করার ঘটনায় অভিনেত্রীকে সমর্থন কঙ্গনার
আরও পড়ুন: ‘অতি উত্তম’কে টক্কর দিয়ে ব্যবসার নিরিখে সেরা ‘এটা আমাদের গল্প’! একমাসে কত কোটি ঘরে তুলল মানসীর ছবি?
এরপর শুভ জো জিতা ওহি সিকান্দর ছবি থেকে পেহলা নশা গানটি গেয়ে শোনায়। তাঁর গান শুনে মুগ্ধ হয়ে যান সকলেই। নাচতে শুরু করেন কেউ কেউ। মুগ্ধ নেহা কক্কর শুভর তারিফ করে বলেন, 'বিশ্বজুড়ে তোমার প্রশংসা চলছে। তোমায় নিয়ে চর্চা চলছে। আর সেটা এমনই এমনই নয়। তুমি ওটা ডিজার্ভ করো।' অন্যদিকে উদিত নারায়ণ বলেন, 'তুমি আগামীদিনের আওয়াজ।' তিনি একই সঙ্গে এদিন শুভকে স্ট্যান্ডিং ওভেশন দেন।
এদিন চ্যানেলের তরফে শুভর পারফরমেন্সের ঝলক পোস্ট করা হয়। এই সেখানেই শুভর প্রশংসায় কমেন্ট বক্স ভরিয়ে দেন তাঁর গুণমুগ্ধরা। তাঁদের মতে এবারদের সুপারস্টার সিঙ্গার ৩ এর খেতাব জয়ের অন্যতম দাবিদার হল শুভ। কেউ কেউ আবার তার গানের প্রশংসা করেন।
সুপারস্টার সিঙ্গার ৩ শোটি সোনি চ্যানেলে সম্প্রচারিত হয়। এটি প্রতি শনি এবং রবিবার রাত ৮টা নাগাদ সম্প্রচারিত হয়। এখানে বিচারকের আসনে আছেন নেহা কক্কর। অন্যতম মেন্টরের ভূমিকায় দেখা যাচ্ছে অরুণিতাকে ইন্ডিয়ান আইডল শেষ হওয়ার পর এই রিয়েলিটি শোটি শুরু হয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports