শ্রেয়া ঘোষাল নামটাই যথেষ্ট! এই বঙ্গতনয়ার কণ্ঠের জাদুতে বুঁদ কাশ্মীর থেকে কন্যাকুমারী। সঙ্গীত অনুরাগীদের তিনি উপহার দিয়েছেন অজস্র ভিন্ন স্বাদের গান। শুধু হিন্দি বা বাংলা নয়, দক্ষিণীর ছবিতেও সাফল্যের সঙ্গে প্লে-ব্যাক করে চলেছেন মেলোডি কুইন। লতা-আশার পরবর্তী জমানায় হাতে গোনা যে ক'জন মহিলা কন্ঠশিল্পী বলিউডে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন, তাদের মধ্যে একদম উপরে শ্রেয়ার নাম।
এই বাঙালি গায়িকার পুরস্কারের ঝুলিতে যোগ হয়েছে বহু জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার। সাফল্যের শিখরে থেকেও মাটিতে পা রেখে চলেন শ্রেয়া। লো বাজেট বাংলা ছবিতে পারিশ্রমিক কমিয়েও গান গাইতে একফোঁটা সঙ্কোচবোধ করেন না শ্রেয়া। অথচ এই স্বনামধন্যা গায়িকার নামেই এবার বিস্ফোরক অভিযোগ, শ্রেয়ার কণ্ঠস্বর নাকি ফেক (ভুয়ো)! এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তামিল গায়িকা তথা রেডিও জকি সুচিত্রা।
এক ভাইরাল সাক্ষাৎকারে সুচিত্রার অভিযোগ, ‘শ্রেয়া ঘোষালের গলা পুরোপুরি ভুয়ো। ওঁনার গলায় কোনওরকম অনুভূতি নেই। উনি শুধু গানে পারফেকশন আনার চেষ্টা করেন। কিন্তু অনুভূতিহীন কণ্ঠ’। একথা শুনে রীতিমতো ক্ষুব্ধ শ্রেয়া ভক্তরা।