শোয়েব-সানিয়ার বিয়ে আর টিকে নেই, এমন আভাস আগেই মিলেছিল। এর মাঝে শনিবার সকলে চমকে দিয়ে তৃতীয় স্ত্রীর সঙ্গে সকলের আলাপ করান শোয়েব মালিক। পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন পাক তারকা ক্রিকেটার। আরও পড়ুন-শোয়েব মালিকের তৃতীয় বিয়ে, আর সানার কত নম্বর! ২ মাস আগে কাকে তালাক দিয়েছিলেন এই অভিনেত্রী?
সানাকে বাহুডোরে আগলে ছবি দেন শোয়েব। সঙ্গে লেখেন, ‘আলহামদুলিল্লাহ …আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি’। শোয়েবের এই পোস্ট বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়। টেনিস সুন্দরীর ভক্তরা যেমন শোয়েবকে কটূ কথা শোনাতে ছাড়েননি, তেমনই শোয়েবের ফ্যানেরা তাঁকে অভিনন্দন বার্তায় ভরিয়ে দেন। বেশ কয়েকদিন ধরেই শোয়েব-সানার ঘনিষ্ঠতার কথা শোনা যাচ্ছিল। সানা জাভেদেরও এটা দ্বিতীয় বিয়ে।
করোনাকালে পাকিস্তানি গায়ক উমর জসওয়ালকে বিয়ে করেছিলেন সানা, দু-মাস আগেই বিচ্ছেদ হয় তাঁদের। শোয়েব-সানার বিয়ের দিনই ভাইরাল বর্তমান স্ত্রীকে নিয়ে শোয়েবের গত বছর মার্চের একটি পোস্ট। সানার জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানিয়েছিলেন শোয়েব।
২৫শে মার্চ সানার জন্মদিন, তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করে শোয়েব লিখেছিলেন- ‘শুভ জন্মদিন বাডি (বন্ধু)’। বিয়ের পরে ভাইরাল এই পোস্ট, নেটিজেনদের একজন লিখেছেন- ‘বিয়ের প্রস্তুতি এখান থেকেই শুরু হয়েছিল’। অপর একজন লেখেন, ‘এবার বুঝতে পারলাম, ব্যাপারটা এখান থেকেই শুরু হয়েছিল’। অনেকেই কটাক্ষের সুরে লেখেন- তিন নম্বর বিয়েটাও টিকবে না।
শনিবার করাচিতে সানাকে বিয়ে করেন শোয়েব। গত মে মাসে ‘জিতো পাকিস্তান’ শো-তে বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন শোয়েব মালিক। দীর্ঘদিন ধরে এই শো-এর অংশ সানা। জুটির বিয়ের খবর সামনে আসার পর সোশ্যালে ভাইরাল শোয়ের বেশ কিছু ক্লিপিংস। নেটিজেনদের দাবি, বিষয়টা নজরে আসেনি, কিন্তু এই সময় থেকেই ‘ফুল-অন রোম্যান্স’ জারি ছিল দুজনের।
শো-এর মাঝে সানাকে বলতে শোনা যায়, ‘শোয়েব বলছিল ও জেতার মুডে রয়েছে, কিন্তু আমাকেই ও জেতাতে চায়’। অন্যদিকে সানাকে বাইক ঠেলতে যাতে না হয়, সেদিকে খেয়াল রেখে শোয়েব বলেন, ‘না, ওকে ঠেলতে হবে না। আমিই ঠেলছি’।
প্রসঙ্গত, শোয়েবের বিয়ের ছবি পোস্ট করার কয়েকঘন্টা পর সানিয়ার পরিবার সূত্রে জানা যায়, ধর্মীয় আইন মেনেই ভারতীয় টেনিস সুন্দরী বিচ্ছেদ দিয়েছেন শোয়েবকে। খুলা’ নিয়মের মাধ্যমে তাঁদের ডিভোর্স হয়েছে। শরিয়ত আইন অনুযায়ী, ‘খুলা’ হল মুসলিম মহিলাদের একটি অধিকার যার মাধ্যমে তাঁরা একপাক্ষিক ভাবে স্বামীকে বিচ্ছেদ দিতে পারেন।
২০১০ সালে বিয়ে করেছিলেন সানিয়া ও শোয়েব। পাকিস্তানের মতো দেশে ভারতের ক্রীড়াবিদের বিয়ের সিদ্ধান্ত নিয়ে একসময় কম কটাক্ষ হয়নি। সানিয়া যদিও সবটা সামলেছিলে। এমনকী করাচিতে শ্বশুরবাড়িতেও গিয়েছেন কয়েকবার। যদিও একসঙ্গে থাকতেন তাঁরা দুবাইতেই। এরপর ২০১৮ সালে জন্ম হয় ছেলে ইজহানের। দুজনের দাম্পত্য সম্পর্ক তলানিতে ঠেকেছে গত দু-বছর ধরে স্পষ্টই বোঝা গিয়েছিল। শনিবার ডিভোর্স নিয়ে জল্পনার পাকাপাকি অবসান ঘটিয়ে সানার হাত ধরলেন শোয়েব।