বাংলা নিউজ > বায়োস্কোপ > Shilpa Shetty: 'রোলার-কোস্টার রাইডের মতো ছিল ২০২২', নতুন বছরের অপেক্ষা, ছুটি কাটাতে সপরিবারে লন্ডনে শিল্পা
পরবর্তী খবর
Shilpa Shetty: 'রোলার-কোস্টার রাইডের মতো ছিল ২০২২', নতুন বছরের অপেক্ষা, ছুটি কাটাতে সপরিবারে লন্ডনে শিল্পা
1 মিনিটে পড়ুন Updated: 31 Dec 2022, 11:54 AM ISTPriyanka Bose
Shilpa Shetty: নতুন বছরের আগেই ছুটি কাটাতে সপরিবারে লন্ডনে উড়ে গিয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। মজার ভিডিয়ো শেয়ার করে জানিয়েছেন অনেক আশা নিয়ে নতুন বছরের অপেক্ষা করছেন তিনি।
শিল্পার শেয়ার করা নতুন ভিডিয়ো
বছরের শেষ দিনগুলি চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। সপরিবারে ছুটি কাটচ্ছেন লন্ডনে। নেটমাধ্যমের পাতায় শেয়ার করছেন একের পর এক ছবি। হাইড পার্কের উইন্টার ওয়ান্ডারল্যান্ডে একটি রোলার-কোস্টারের সামনে দাঁড়িয়ে ভিডিয়ো পোস্ট করেছেন শিল্পা। গায়ে গরম পোশাক মাথায় টুপি পরে বেশ চনমনে মেজাজে ভিডিয়োতে ধরা দিয়েছেন অভিনেত্রী।
ভিডিয়োতে রোলার-কোস্টার রাইডের সামনে দাঁড়িয়ে শিল্পা জানিয়েছেন, ২০২২ সালটা এই রাইডের মতোই কেটেছে তাঁর। অনেকটা ওঠা-নামার মধ্যে দিয়ে গিয়েছেন। তাই বছরের শেষ দুটি দিন সবকিছু ঠেলে সরিয়ে চুটিয়ে উপভোগ করার কথা বলেছেন তিনি। এরপরই রোলার-কোস্টারের দিকে ছুট দেন অভিনেত্রী।
ইনস্টাগ্রাম রিল শেয়ার করে শিল্পা লিখেছেন, ‘রোলারকোস্টার ছিল। সমস্ত কষ্ট এবং নেতিবাচকতাকে পিছনে ফেলে... শুধুমাত্র আশা নিয়ে এগিয়ে যাওয়া... কারণ আশা হল স্বপ্নের বীজ যা বাস্তবে উদ্ভাসিত হতে পারে। আশা এবং আপনার স্বপ্নের প্রতি কখনোই হাল ছাড়বেন না!’