সম্প্রতি শাম্মি কাপুরের নাতনি তুলসী কাপুর তাঁর ঠাকুমা তথা নীলা কাপুরের বেশ কিছু থ্রোব্যাক অর্থাৎ পুরোনো ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সম্প্রতি, নিজের ৮০তম জন্মদিন পালন করেছেন প্রয়াত বলি-তারকার স্ত্রী। সেই উপলক্ষেই ঠাকুমার একাধিক ছবি ইনস্টাগ্রামের দেওয়ালে পোস্ট করেছেন তুলসী। সঙ্গে জানাতে ভোলেননি জন্মদিনের শুভেচ্ছাও। বলাই বাহুল্য, নেটিজেনরাও ওই ছবির কমেন্ট বক্সে 'বার্থডে গার্ল'-কে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও ভালোবাসায়।
তুলসীর পোস্ট করা ওই ছবিগুলির মধ্যে প্রধানত নজর কেড়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে একটি হ্যাপি বার্থডে লেখা রঙিন, মজাদার চশমা পরে পোজ দিয়েছেন নীলা দেবী। বলাই বাহুল্য ওই গগলস পরে বেমানান তো নয়ই, উল্টে রীতিমতো দারুণ লাগছে প্রৌঢ়াকে। নেট নাগরিকদের মতে দারুণভাবে নিজেকে 'ক্যারি' করেছেন তিনি।
আরও একটি ছবিতে দেখা যাচ্ছে শাড়ি পরে একটি আরাম কেদারায় আনমনে বসে রয়েছেন নীলা দেবী। তবে সেই বসার ভঙ্গিমাতেই ফুটে বেরোচ্ছে আভিজাত্য। আর তাঁর পায়ের সামনে মাথা রেখে বিশ্রাম করছে ছোট্ট একটি কুকুর।
তৃতীয় এবং শেষ ছবিতে দেখা যাচ্ছে ঠাকুমার কোলে মাথা রেখে একগাল হাসি নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তুলসী নিজেই।
ছবিগুলির সঙ্গে ক্যাপশনে শাম্মি কাপুরের নাতনি তাঁর ঠাকুমার উদ্দেশে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁকে ভরিয়ে দিয়েছেন ভালোবাসায়।
প্রসঙ্গত,কয়েকদিন আগে নীলা কাপুরের আমন্ত্রণে একটি বিশেষ লাঞ্চ পার্টিতে হয়েছিলেন গোটা কাপুর পরিবার। তবে লাঞ্চের আসরে মধ্যমণি হয়ে ছিলেন রণধীর কাপুর, ববিতা এবং নীতু কাপুর। উল্লেখ্য, বহুদিন পর এক ফ্রেমে ধরা দিলেন রণধীর এবং ববিতা। হাজির ছিলেন আরেক প্রয়াত তারকা শশী কাপুরের বড় ছেলে কুণাল কাপুরও।

ওই লাঞ্চ পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন পৃথ্বীরাজ কাপুরের নাতি যতীন সিয়াল। ছবির সঙ্গে ক্যাপশনে যত্ন করে 'নীলা আন্টি'-কে ধন্যবাদ জানিয়ে যতীন লিখেছেন এই 'গ্র্যান্ড পার্টি'-র কথা। ছবিতে দেখা যাচ্ছে চোখধাঁধানো ডাইনিং পরিবেশে লাঞ্চ টেবিলের ওপর রাখা একটি চকোলেট কেক কাটছেন নীলা কাপুর। তাঁকে ঘিরে দাঁড়িয়ে হইচই করতে ব্যস্ত কাপুর পরিবারের বাকি সদস্যরা। আর সেই গোটা টেবিল জুড়ে সুন্দর করে সাজিয়ে রাখা রকমারি খাবারের সব লোভনীয় পদ।