এই বছর ইদ উল আদায় বাংলাদেশে মুক্তি পায় বহু প্রতীক্ষিত ছবি তুফান। শাকিব খান এবং মিমি চক্রবর্তী অভিনীত অ্যাকশনে ভরপুর এই ছবিটি সহজেই সকলের নজর কেড়ে নেয়। রায়হান রাফি পরিচালিত এই ছবিটি সেই দেশের বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিল। বাংলাদেশের পর সম্প্রতি অস্ট্রেলিয়াতেও মুক্তি পেয়েছে এই ছবি। এবার পালা ভারতের।
ভারতে মুক্তি পেতে চলেছে তুফান
আগামী ৫ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে তুফান। দুই দেশের প্রযোজনায় নির্মিত হয়েছে এই ছবিটি। এখানে শাকিব খান এবং মিমি চক্রবর্তী ছাড়াও আছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, প্রমুখ। ভারতীয় দর্শকরা যে এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সেটা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই এই ছবির একাধিক গান এখানে দারুণ সাড়া ফেলেছে।
আরও পড়ুন: অতনুর গলায় মান্না দের বাজে গো বীণা শুনে ছুটে এলেন ইমন - রাঘব, খুদের গান শুনে সারেগামাপায় হইহই কাণ্ড!
বাংলাদেশ ছাড়াও কানাডা, ইউএসএ, বেলজিয়াম, বাহারেন, ওমান, কাতার, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ড, সুইডেন, ইত্যাদির পর এবার ভারতে কেমন সাড়া পায় এই ছবি সেটাই দেখার। বলাই বাহুল্য বাংলাদেশে এই ছবির সব শো হাউজফুল গিয়েছে বা যাচ্ছে। অন্যান্য দেশেও বিপুল সাড়া পেয়েছে তুফান। এবার ভারতে কেমন ফল করে এই ছবি সেটার দিকেই তাকিয়ে আছে সকলে।
তুফান প্রসঙ্গে
তুফান ছবিটির পরিচালনা করেছেন রায়হান রাফি। ছবিটির প্রযোজনা করেছে আলফা আই, চরকি এবং এসভিএফ। হ্যাঁ, একেবারেই তাই। এই ছবিটি আদতে দুই বাংলার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। তাই কেবল প্রযোজনার দায়িত্ব যে দুই দেশের মধ্যে ভাগ করে নেওয়া হচ্ছে সেটাই নয়। একই সঙ্গে এই ছবিতে আছেন দুই দেশের অভিনেতারাও। তুফান ছবিটিতে মুখ্য পুরুষ চরিত্রে দেখা যাবে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে। তাঁর বিপরীতে রয়েছেন এপার বাংলার মিমি চক্রবর্তী এবং ওপার বাংলার নাবিলা।