
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মালাইকা আরোরা বরাবর তাঁর এবং তাঁর সন্তান আরহানের সম্পর্কের সমীকরণ নিয়ে খোলসা ভাবেই কথা বলেছেন। কখনই তেমন লুকোছাপা করেননি। সম্প্রতি হ্যালো ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানালেন বিচ্ছেদের পর প্রাক্তন স্বামীর সঙ্গে মিলে ছেলেকে মানুষ করার কথা। অভিনেত্রী তথা এই খ্যাতনামা মডেলের মতে বিষয়টা একটু জটিল ছিল শুরুর দিকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা বুঝেছেন যে কী করে সবটা হ্যান্ডেল করতে হবে।
এই সাক্ষাৎকারে মালাইকা জানান, 'যাই মূল্য দিতে হোক না কেন ঈশ্বরের আশীর্বাদে আমরা এখন ব্যালেন্স করে চলতে পারি। যদিও বিচ্ছেদের পর প্রথম দিকে দুজন মিলে ছেলেকে মানুষ করা একটু ঝামেলার ছিল। আর এটাই হয়তো জীবন। কিন্তু জীবনে যাই হোক, আমাদের দুই পূর্ণবয়স্ক মানুষের মধ্যে যাই হোক না কেন জানতাম সেটার প্রভাব একটা শিশুর উপর পড়তে দেওয়া যাবে না। এবং তারপর আমরা ধীরে ধীরে বুঝেছি কী করে বিচ্ছেদের পর একসঙ্গে সন্তান মানুষ করা যায়।'
আরও পড়ুন: 'তোমার একটুও ইচ্ছে করে না...' দীপঙ্করের নামে কড়া অভিযোগ স্ত্রী দোলনের, কী বললেন অভিনেত্রী?
মালাইকা আরও জানান তিনি আরহানকে শিখিয়েছেন যে নিজের কাজ কীভাবে নিজেকেই করতে হয়। অভিনেত্রীর কথায়, 'আমি চেয়েছি যাতে আরহান সবাইকে সম্মান দিতে শেখে, নিজের কাজ নিজে করতে পারে ওর কী সুযোগ সুবিধা আছে সেগুলো মাথায় না রেখেই। যদিও ওর যদি কিছু হয় ও জানে ওর পিছনে আমরা আছি। তবে চাই ভাবনার দিক দিয়ে হোক বা অর্থনৈতিক দিক দিয়ে, বা ইমোশনাল দিক দিয়ে ও যেন স্বাবলম্বী হয়। তারকাদের বাচ্চারা অনেক সময় ভেবে নেয় যে তাঁদের বাবা মায়েরা সবটা দেখে নেবে, বুঝে নেবে। কিন্তু আমি চাই ও ওরটা নিজে করুক এবং বুঝুক।'
এই বিষয়ে বলে রাখা ভালো ২০১৭ সালে আলাদা হয়ে যান মালাইকা আরোরা এবং আরবাজ খান। বিয়ের প্রায় ১৯ বছর পর তাঁদের বিচ্ছেদ হয়। বর্তমানে আরবাজ আবার বিয়ে করেছেন। অন্যদিকে কানাঘুষোয় শোনা যাচ্ছে মালাইকা এবং অর্জুনের সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। যদিও কেউ এই বিষয়ে খোলাখুলি কিছু বলেনি। কিন্তু তাঁদের ব্যক্তিগত জীবনে যাই ঘটুক তাঁরা দুজন মিলেই আরহানকে মানুষ করছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports