দিদি নম্বর ওয়ানে এদিন খেলতে এসেছিলেন সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় ব্লগার প্রবাসে ঘরকন্না পেজের মহুয়া দি ফ্রম ক্যালিফোর্নিয়া। সেখানে এসে তিনি জানালেন কীভাবে তিনি এই পেজটি শুরু করেন, কেনই বা ভেবেছিলেন ব্লগার হবেন, কীভাবে ভিডিয়ো এডিট করেন সহ গোটা বিষয়টাই।
আরও পড়ুন: 'তোমার একটুও ইচ্ছে করে না...' দীপঙ্করের নামে কড়া অভিযোগ স্ত্রী দোলনের, কী বললেন অভিনেত্রী?
দিদি নম্বর ওয়ানে প্রবাসে ঘরকন্নার মহুয়া দি
এদিন দিদি নম্বর ওয়ানে এসে মহুয়া দি ফ্রম ক্যালিফোর্নিয়া বা সকলে যাঁকে প্রবাসে ঘরকন্না বলেই চেনেন তিনি এসেছিলেন। সেখানে এসে মহুয়া দি জানান, 'আমার আত্মীয় স্বজন, পরিচিতরা সবাই জিজ্ঞেস করত যে ওখানে কোন জিনিসের কত দাম, কীভাবে সব হয়। একদিন একজনকে যখন বলেছিলাম ১ BHK ঘরের ভাড়া ১-১.৫ লাখ টাকা শুনে চমকে উঠেছিল। ৫টা ফুচকা ৫০০ টাকায় কিনি। তো এসব উত্তর তাঁদের দিতে দিতে ভাবলাম এঁদের যখন এত প্রশ্ন তখন আরও সবার মনে কত প্রশ্ন থাকবে। সেগুলো দেওয়ার চেষ্টা করব। সেই ভেবেই এই পেজের শুরু।'
তিনি আরও জানান মহামারীর সময় তিনি তাঁর নিজের হাতে করে ফোন ধরে ভিডিয়ো করা শুরু করেন। ভিডিয়ো প্রথমে করে নিয়ে তাতে তারপর ভয়েস ওভার দেন। তাঁকে গোটা এডিটিং শিখিয়ে দেন তাঁর এক বন্ধু নাম পারমিতা। মহুয়া দি জানান আজও সেই পদ্ধতিতেই তিনি ভিডিয়ো এডিটিং করেন।
এছাড়া তিনি জানান দেশ থেকে অতদূর থাকেন বলে কাছের মানুষদের তো মিস করেনই, সঙ্গে মিস করেন এখানকার খাবার। ওখানে ফিশ ফ্রাই টু ভেজিটেবল চপ সবই নিজেকে বানাতে হয়। জানান কচুর লতি বা এমন বাঙালি কোনও খাবার ইন্ডিয়া মার্টে এলে বন্ধুরা কেউ জানান তারপরই ছুটে গিয়ে তাঁরা সেখান থেকে সেই জিনিস কেনেন নইলে শেষ হয়ে যায়।
এদিন দিদির মঞ্চে একটি ভিডিয়ো বানিয়ে ডেমো দেন মহুয়া দি। দেখান কীভাবে ভিডিয়ো বানান। শোনা যায় তাঁর সেই অতি পরিচিত ট্যাগলাইন 'নমস্কার কেমন আছেন সবাই...' রচনা বন্দ্যোপাধ্যায়ও যারপরনাই খুশি তাঁকে এই মঞ্চে পেয়ে। সেই কথা জানানও তিনি মহুয়া দিকে।
আরও পড়ুন: বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ আর গণপথের জন্য প্রায় ২০০ কোটি নিয়েছেন টাইগার! কী জানালেন প্রযোজক?
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।