Yuzvendra Chahal rents luxury apartment: মুম্বইয়ে বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিলেন যুজবেন্দ্র চাহাল, মাসে ৩ লক্ষ টাকা, জমজমাট ক্রিকেটারদের সম্পত্তি বিনিয়োগটি দেখে নেওয়া যাক। ক্রিকেটার যুজবেন্দ্র সিং চাহাল মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টে ‘ট্রান্সকন ট্রায়াম্ফ’ আবাসনে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। ফ্ল্যাটটির মাসিক ভাড়া ৩ লক্ষ টাকা এবং লিজ চুক্তি অনুযায়ী, এই ভাড়ার মেয়াদ দুই বছর। ৪ ফেব্রুয়ারি স্বাক্ষরিত ওই চুক্তিতে ১০ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিটের কথাও রয়েছে। এমন তথ্য পাওয়া গেছে Zapkey থেকে পাওয়া দলিল অনুযায়ী।
চুক্তি অনুসারে, প্রথম বছরের পর থেকে ভাড়ায় ৫ শতাংশ বৃদ্ধি হবে। ১৩৯৯ বর্গফুটের এই অ্যাপার্টমেন্টটির মালিক অভিনেত্রী, সুপারমডেল, টিভি সঞ্চালিকা ও প্রাক্তন মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া সুরি নাতাশা। চাহালের প্রতিক্রিয়া পাওয়ার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এখনও উত্তর পাওয়া যায়নি।
আরও পড়ুন … ভারতের ইংল্যান্ড সফরের ব্লু প্রিন্ট তৈরি! BCCI-র ৩৫ জনের তালিকায় রোহিত! ভাবনায় রজত, করুণ- রিপোর্ট
যুজবেন্দ্র চাহাল বর্তমানে ঘরোয়া ক্রিকেটে হরিয়ানার হয়ে খেলেন, আইপিএলে খেলেন পঞ্জাব কিংস দলে এবং কাউন্টি ক্রিকেটে নর্থহ্যাম্পটনশায়ার দলের সদস্য। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁর ও কোরিওগ্রাফার ও কনটেন্ট ক্রিয়েটর ধনশ্রী বর্মার বিচ্ছেদের জল্পনা শুরু হয়, যখন তাঁরা একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেন। তাঁদের বিয়ে হয়েছিল ২০২০ সালের ডিসেম্বরে, গুরুগ্রামে এক অন্তরঙ্গ অনুষ্ঠানে। কোভিড-১৯ অতিমারির সময় নাচ শেখার সূত্রেই প্রথম পরিচয়। ২০২৫ সালের মার্চ মাসে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
আরও পড়ুন … রাহানের হাতের স্ক্যান করা হবে! তাহলে কি নাইট ক্যাপ্টেনের চোট গুরুতর? কী বলছে KKR টিম ম্যানেজমেন্ট?
মাঠ থেকে জমি ও বাড়ি দেখুন রোহিত-রাহুল-জাহিরদের সম্পত্তি
সম্প্রতি প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর মুম্বইয়ে তাঁর সম্পত্তি ১৩.৫ কোটিতে বিক্রি করেছেন, Zapkey দ্বারা পর্যালোচিত দলিল অনুযায়ী সেটি জানা গিয়েছে। ক্রিকেটার কেএল রাহুল ও অভিনেতা সুনীল শেট্টি যৌথভাবে থানে ওয়েস্টের ওওয়ালে এলাকায় ৭ একর জমি ৯.৮৫ কোটিতে কিনেছেন, Square Yards থেকে প্রাপ্ত সম্পত্তি নিবন্ধন দলিল অনুযায়ী।
আরও পড়ুন … Kalinga Super Cup 2025 Semi-Finals: মোহনবাগানের সামনে এবার গোয়ার কঠিন চ্যালেঞ্জ
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা মুম্বইয়ের লোয়ার প্যারেল অঞ্চলে নিজের সম্পত্তি মাসে ২.৬ লক্ষ ভাড়ায় দিয়েছেন। প্রাক্তন ক্রিকেটার জাহির খান ও তাঁর পরিবারের সদস্যরা মুম্বইয়ের এলফিনস্টোন রোড এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট ১১ কোটিতে কিনেছেন, Square Yards-এ পাওয়া নথি অনুযায়ী।
ক্রিকেটার সূর্যকুমার যাদব ও তাঁর স্ত্রী দেবিশা যাদব মুম্বইয়ের ডিওনার এলাকায় দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ২১.১ কোটিতে কিনেছেন, এই তথ্য পাওয়া গেছে Inspector General of Registration (IGR) ওয়েবসাইট থেকে পর্যালোচিত নথিতে।