বাংলা নিউজ > বায়োস্কোপ > বাংলাদেশের চারণ কবি রাধাপদ রায়ের উপর হামলা, প্রতিবাদে সোচ্চার শাহানা-জ্যোতিরা, গ্রেফতার ১
পরবর্তী খবর
বাংলাদেশের চারণ কবি রাধাপদ রায়ের উপর হামলা, প্রতিবাদে সোচ্চার শাহানা-জ্যোতিরা, গ্রেফতার ১
1 মিনিটে পড়ুন Updated: 05 Oct 2023, 08:16 AM ISTSubhasmita Kanji
Persecution of Bangladeshi Poet: বাংলাদেশের জনপ্রিয় চারণ কবি রাধাপদ রায়ের উপর হামলা ২ ব্যক্তির। ৮০ বছরের এই বৃদ্ধ কবির উপর এই অত্যাচারের বিরুদ্ধে সরব শিল্পীরা। গ্রেফতার ১।
বাংলাদেশের চারণ কবির উপর হামলার প্রতিবাদে সোচ্চার শাহানা-জ্যোতিরা
বাংলাদেশের জনপ্রিয় চারণকবি রাধাপদ রায়ের উপর বর্বরোচিত হামলার পর সেই দেশের নাগরিক সহ শিল্পীরা গর্জে উঠলেন প্রতিবাদে। অভিনেতা, গায়ক থেকে শুরু করে ক্রিকেটার সকলেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তাঁদের সকলের একটাই দাবি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই কাণ্ড ঘটার প্রায় পাঁচদিন পর এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
কী হয়েছে রাধাপদ রায়ের সঙ্গে?
বাংলাদেশের কুড়িগ্রামের একজন চারণ বা স্বভাবকবি হলেন রাধাপদ রায়। এই ৮০ বছরেরও বেশি বয়সী মানুষটি স্বভাব বশেই কবিতা লেখেন, গান রচনা করেন। তারপর সেটা গ্রামে গ্রামে ঘুরে শোনান, কখনও বা গল্পের আসর বসান। মানুষকে বিনোদন দিয়েই তাঁর সংসার চলে।
গত শনিবার কবির বাড়িতেই তাঁর উপর চড়াও হয় দুই দুষ্কৃতি। রাধাপদ রায়কে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। তাঁর গোটা পিঠ ছড়ে যায় সেই আঘাতে। এই ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। কবির ছেলে স্থানীয় দুই ব্যক্তি মহম্মদ রফিকুল ইসলাম এবং কদুর রহমানের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতেই প্রধান অভিযুক্ত মহম্মদ রফিকুল ইসলামকে বুধবার গ্রেফতার করা হয়েছে।