বাংলা নিউজ > বায়োস্কোপ > বাঙালি পরিচালক সুজয় ঘোষ নন, সিদ্ধার্থ আনন্দই পরিচালনা করছেন 'কিং'! এবার সিলমোহর দিলেন শাহরুখ
পরবর্তী খবর
বাঙালি পরিচালক সুজয় ঘোষ নন, সিদ্ধার্থ আনন্দই পরিচালনা করছেন 'কিং'! এবার সিলমোহর দিলেন শাহরুখ
1 মিনিটে পড়ুন Updated: 27 Jan 2025, 09:47 AM ISTSayani Rana
দুবাইয়ের একটি ইভেন্টে শাহরুখ খান আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন যে 'পাঠান' এবং ‘ওয়ার’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ তাঁর পরবর্তী ছবি ‘কিং’ পরিচালনা করবেন।
প্রায় ৫ বছরের বিরতির পর ‘পাঠান’ দিয়ে ধামাকেদার কামব্যাক করেছিলেন শাহরুখ খান। সেই ছবির পরিচালক ছিলেন সিদ্ধার্থ আনন্দ। ২০২৩ সালের শুরুতে এই ছবির হাত ধরেই বক্স অফিসে কাঁপিয়ে ছিলেন বাদশা। আর এবার 'পাঠান'-এর পরিচালক সিদ্ধার্থের সঙ্গেই ফিরছেন পরে ছবি ‘কিং’ নিয়ে। যদিও প্রথমে এই ছবি পরিচালনা করার দায়িত্ব ছিল সুজয় ঘোষের। কিন্তু পরে শোনা যায় তিনি নন, সিদ্ধার্থ ছবি পরিচালনা করতে চলেছেন। আর এবার এই খবরেই সিলমোহর দিলেন শাহরুখ।
দুবাইয়ের একটি ইভেন্টে শাহরুখ খান আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন যে 'পাঠান' এবং ‘ওয়ার’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ তাঁর পরবর্তী ছবি ‘কিং’ পরিচালনা করবেন।
এসআরকে তাঁর ভক্তদের জানিয়েছেন যে, ছবিটির শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে গিয়েছে। কাজ চলছে পুরোদমে। তিনি বলেছিলেন, ‘আমি এখন মুম্বইতে শ্যুটিং করছি। আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুব মিষ্টি। আমি আপনাদের এই বিষয়ে নিশ্চিত করতে পারি যে ছবিটি ‘পাঠান’-এর মতোই আনন্দ দেবে। আপনারা দেখে অনেক মজা পাবেন।'
অভিনেতা তাঁর অনুরাগীদের আরও বলেন, ‘আমি খুব কঠোর পরিশ্রম করছি। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে পুরো টিম খুব কঠোর পরিশ্রম করছে। আমরা সকলকে একটা ভালো ছবি উপহার দিতে পারব বলে আশা রাখি। এই ছবি সকলকে আনন্দ দেবে।’
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বহু ব্লকবাস্টার ছবি ইতিমধ্যেই পেয়েছে বলিউড। কিন্তু ‘কিং’ দিয়ে তিনি যে তাঁর পুরানো সব রেকর্ড ভাঙবেন বলে অনেকেই আশা করছেন। ছবিটি শ্যুটিং হতে মোটামুটি ৬ থেকে ৭ মাস সময় লাগতে পারে বলে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছিল। পৃথিবীর বিভিন্ন জায়গায় ছবির শ্যুটিং হবে। ছবিটি ২০২৬ সালে মুক্তির পেতে চলেছে বলে খবর। এই ছবিতে কিং খানের সঙ্গে তাঁর মেয়ে সুহানাকেও দেখা যাবে। এই ছবির হাত ধরেই তিনি বড় পর্দায় পা রাখতে চলেছেন।
প্রসঙ্গত, ২০২৩ সাল জুড়ে বক্স অফিসে রাজত্ব করেছেন বাদশা। পাঠান, জওয়ান-এর মতো ১০০০ কোটির ব্লকবাস্টার দিয়েছেন। আলোচনায় থেকেছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ও। ২০২৩-এ বড়দিনের আগে মুক্তি পেয়েছিল এই ছবি। ২০২৪-এ বক্স অফিস ছিল শাহরুখ-হীন।