২০০৬ সালের মুক্তি প্রাপ্ত ছবি ‘বিভা’য় নিজের অভিনয় দিয়ে সকলকে মুগ্ধ করেছিলেন অভিনেতা শাহিদ কাপুর। তাঁর লাভার-বয় ইমেজকে ভালোবেসে ফেলেছিল গোটা দেশ।এই ছবির মূল উপজীব্য ছিল অ্যারেঞ্জড ম্যারেজ। কিন্তু সেই সময় অভিনেতা অ্যারেঞ্জড ম্যারেজে বিশ্বাসী ছিলেন না। তবে পরে তাঁর নিজেরই অ্যারেঞ্জড ম্যারেজ হয়। এই বছরই তাঁর স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে ১০ বছরের বিবাহিত জীবন পূর্ণ করেছেন। ১০ বছরের বিবাহিত জীবন তাঁকে অনেক কিছু শিখিয়েছে। বিয়ে নিয়ে শুরুতে তাঁর যে ধারণা ছিল তাতে অনেক পরিবর্তিত এসেছে। এবার সেই সব নিয়েই নানা কথা ভাগ করে নিলেন শাহিদ।
স্ক্রিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, 'বিভা'র দৃশ্যগুলো করতে গিয়ে তিনি খুব মজা করতেন। সেখানে তাঁর চরিত্র অ্যারেঞ্জড ম্যারেজ করছে দেখানো হয়। আর অভিনেতাও বর্তমানে ব্যক্তিগত ভাবে অ্যারেঞ্জ ম্যারেজেই বিশ্বাসী।
এই প্রসঙ্গে যা বলেন শাহিদ
সাক্ষাৎকারে বিভার শ্যুটিং প্রসঙ্গে শাহিদ বলেন, 'বিভা আমার প্র্যাকটিস সেশন ছিল। বাস্তব জীবনেও আমার সঙ্গে একই ঘটনা ঘটেছে। কখনও ভাবিনি এমনটা হবে। আমি যখন এই ছবির শ্যুটিং করেছিলাম, তখন আমি আমার বন্ধুদের বলতাম, ‘কীভাবে কেউ অ্যারেঞ্জড ম্যারেজ করতে পারে? এটা খুবই অদ্ভুত। তাই দৃশ্যগুলো করতে আমারও খুব মজার লাগতো।’
আরও পড়ুন: ‘লাইফ ইন…'-এর সিক্যুয়েল, কিন্তু নেই ইরফান! ‘খুব মিস করেছি…’ বললেন কঙ্কনা
তবে এখন তিনি অ্যারেঞ্জড ম্যারেজই বেশি পছন্দ করেন। তিনি বলেন, ‘আমি অ্যারেঞ্জড ম্যারেজে বিশ্বাসী। আমি মনে করি এটা আমার এবং মীরার জন্য সত্যিই ভালো হয়েছে। আমি অল্প বয়সে কখনও ভাবিনি যে আমি কখনও অ্যারেঞ্জড ম্যারেজ করব।’
আরও পড়ুন: কাজ ভুলে, মাথায় টুপি, চোখে রোদচশমা পরে টেনিসে মজলেন রণবীর! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভাইরাল
শাহিদ এবং মীরার বিয়ে সম্পর্কে
শাহিদ মীরার সঙ্গে ২০১৫ সালে মাত্র ২১ বছর বয়সে বিয়ে করেছিলেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছিলেন। তাঁদের বাবা-মা রাধা সোমি সৎসঙ্গ বিয়াসের মাধ্যমে তাঁদের যোগাযোগ হয়েছিল। এই তারকা দম্পতি বর্তমানে দুই সন্তানের বাবা-মা। তাঁদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। মেয়ের নাম মিশা এবং ছেলের নাম জাইন।
আরও পড়ুন: 'সেলিব্রিটি, তাই ওঁকে নিয়ে এত অলোচনা…', সইফ বাড়ি ফেরার পর তাঁকে কেন এমন বললেন করিনার প্রাক্তন শাহিদ?
কাজের সূত্রে, শাহিদকে আগামীতে অ্যাকশন ড্রামা ‘দেবা’তে দেখা যাবে। ছবিটি ৩১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।