হ্যাঁ, ঠিকই শুনছেন। ব্যাপারটা ঠিক বুঝলেন না তো। নাহ, ব্যক্তিগত জীবনে নয়, সিনেমার পর্দায়। 'গদর-২'র সাফল্যের পর 'লাহোর ১৯৪৭' ছবি দিয়ে ফের একবার দর্শক দরবারে হাজির হবেন সানি দেওল। আর সেই ছবিতেই এবার সানির মা হচ্ছেন শাবানা আজমি।
সানির মা হচ্ছেন শাবানা
'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে ধর্মেন্দ্রর প্রেমিকা হয়ে ধরা দিয়েছিলেন শাবানা আজমি। RRKPK-তে শাবানার ঠোঁটে ঠোঁট রেখে প্রেম নিবেদন করেছিলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। আর এবার শাবানাকে মা হিসাবে পেতে চলেছেন ধর্মেন্দ্র পুত্র সানি দেওল।
হ্যাঁ, ঠিকই শুনছেন। তবে ব্যাপারটা ঠিক বুঝলেন না তো। নাহ, ব্যক্তিগত জীবনে নয়, সিনেমার পর্দায়। 'গদর-২'র সাফল্যের পর 'লাহোর ১৯৪৭' ছবি দিয়ে ফের একবার দর্শক দরবারে হাজির হবেন সানি দেওল। আর সেই ছবিতেই এবার সানির মা হচ্ছেন শাবানা আজমি।
সানি, শাবানার এই 'লাহোর ১৯৪৭' ছবির পরিচালক রাজকুমার সন্তোষী। জানা যাচ্ছে এই মুহূর্তে লাহোরের প্রস্তুতিতে হিসাবে নাকি পাঞ্জাবি উচ্চারণ নিখুঁত করার চেষ্টায় রয়েছেন শাবানা। প্রযোজনা সংস্থার এক ঘনিষ্ঠ সূত্র Hindustan Timesকে জানায়, ‘ছবিতে সানির মায়ের চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়ে শাবানা খুবই উচ্ছ্বসিত। তবে শাবানার চরিত্রটা একটু জটিল। তাই এই মুহুর্তে, তিনি চরিত্রটি তুলে ধরার জন্য বেশকিছু প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছেন।’