সম্প্রতি দুটি বড় বড় ছবি থেকে বাদ পড়ে গিয়েছেন দীপিকা পাড়ুকোন। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি সিক্যুয়েল’ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অভিনেত্রীকে। পরপর দুটি ছবি থেকে অভিনেত্রীকে বাদ দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই প্রায় সকলেই দীপিকাকে অপেশাদার বলে দাগিয়েছেন।
কিন্তু এই বিতর্কের মধ্যেই ২০২২ সালের একটি সাক্ষাৎকারের ভিডিয়ো ভাইরাল হয় যেখানে শাশত চট্টোপাধ্যায় দীপিকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। সকাল ৯ঃ৩০ মিনিট নাগাদ সেটে পৌঁছে যাওয়ার পরেও বিকেল ৫:৩০ মিনিটে শট দেওয়ার অসম্ভব ধৈর্যের কথা বর্ণনা করেছিলেন শাশ্বত।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
দীপিকা এবং শাশ্বত হায়দ্রাবাদে একই স্টুডিওয়ে শুটিং করছিলেন। সেই সময় দীপিকার পেশাদারিত্ব দেখে মুগ্ধ হয়ে যান শাশ্বত। তিনি বলেছিলেন, 'আমি দীপিকার সঙ্গে হায়দ্রাবাদে একদিন শুটিং করেছিলাম। আমি দেখি উনি সকাল ন'টায় স্টুডিয়োয় প্রবেশ করেন এবং বিকেল ৫টা নাগাদ প্রথম শট দেন। ততক্ষণে আমার অন্তত বারোটা শট হয়ে গিয়েছে।'
শাশ্বত আরও বলেছিলেন, ‘উনি আমাকে বারবার ভেতরে যেতে দেখে একগাল হাসি নিয়ে বললেন, তোমাকে আবার ডেকেছেন কিন্তু আমি এখনো অপেক্ষা করছি। দিনের শেষেও মিষ্টি হাসি নিয়ে তিনি অপেক্ষা করতেন একেই বলে পেশাদারিত্ব। আমি দীপিকার বাবার বিরাট বড় ভক্ত ছিলাম। আমার মেয়েও দীপিকার অনেক বড় ভক্ত।’
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
কল্কি ২ প্রসঙ্গে
২০২৪ সালে নাগ অশ্বিনের ‘কল্কি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন এবং শাশ্বত। এই ছবিতে আরো অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, প্রভাস এবং দিশা পাটানি। ছবিটি বক্স অফিসে প্রায় ১১০০ কোটি টাকা আয় করেছিল।
দীপিকার ছবি ছেড়ে বেরিয়ে যাওয়ার পেছনে কিছু মানুষ যেমন মনে করছেন দীপিকা ৮ ঘণ্টার বেশি কাজ করতে চাইছেন না বলেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক, তেমন অন্যদিকে অনেকেই মনে করছেন হয়তো পরিচালকের সঙ্গে মনোমালিন্য হওয়ার ফলেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন দীপিকা। তবে দীপিকার পরিবর্তে কোনও অভিনেত্রীকে দেখতে পাওয়া যাবে তা এখনো জানা যায়নি।