সঞ্জয় দত্ত বলিউডের এমন একজন তারকা যার ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার টানাপোড়েন চলেছিল। সঞ্জয়ের জীবনী নিয়ে তৈরি হওয়া সঞ্জু ছবি দেখে বহু ভ্রান্ত ধারণা ভেঙ্গেছিল দর্শকদের। তবে বিতর্ক বা দুর্ঘটনা যাই হোক না কেন, সবকিছু সামলে নিজেকে বারবার ইন্ডাস্ট্রিতে প্রমাণ করেছেন তিনি।
সুনীল দত্ত এবং নার্গিস পুত্র সঞ্জয় দত্তের প্রথম ছবি মুক্তির আগেই নার্গিসের মৃত্যু হয়। এই অনুশোচনা সারা জীবন বয়ে নিয়ে বেড়ান অভিনেতা। কিন্তু মায়ের মৃত্যুর এত বছর পরেও হঠাৎ কাকে 'শুভ জন্মদিন মা বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেতা? নার্গিস ছাড়া আর কাকে তিনি মা বলে ডাকেন?
আরও পড়ুন: লটারি জিতেও লক্ষ্মীলাভ হল না লক্ষ্মীর, Zee 5 নিয়ে আসছে নতুন মাইক্রো সিরিজ
আরও পড়ুন: অথৈ জলে ‘দৃশ্যম ৩’, ছবির পরিচালককে আইনি হুমকি জিতুর
সঞ্জয় দত্তের জীবনের সমস্ত ওঠাপড়ার সাক্ষী তাঁর স্ত্রী মান্যতা দত্ত। নিজের জীবনের সবটুকু দিয়ে স্বামীকে সামলেছেন তিনি। ২০০৮ সালে একসঙ্গে পথ চলা শুরু করেছিলেন এই দম্পতি। ব্যক্তিগত জীবনে সঞ্জয় মান্যতার ওপর এতটাই নির্ভর করে থাকেন, যে তাঁকে মা বলে সম্বোধন করতেও পিছুপা হন না তিনি।
মান্যতার ৪৭ তম জন্মদিনে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সঞ্জয় লেখেন, ‘শুভ জন্মদিন মা। আমার জীবনে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমার শক্তি, আমার পরামর্শদাতা। তুমি আমার জীবনের স্তম্ভ। ঈশ্বর যেন সবসময় তোমাকে সুখ এবং শান্তিতে ভরিয়ে রাখেন। মা তোমাকে সব সময় খুব ভালোবাসি।’
সঞ্জয় যে ছবি দুটি পোস্ট করেছেন তার প্রথমটিতে তিনি তাঁর এবং মান্যতার একটি ছবি পোস্ট করেছেন। দ্বিতীয় ছবিটি দুই সন্তান ও স্ত্রী সহ একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। জীবনের সমস্ত অন্ধকার দিক মুছে ফেলে তিনি এখন শুধুই নিজের পরিবার এবং কেরিয়ার নিয়ে ব্যস্ত।
আগামী ১ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘সন অফ সর্দার ২’। এরপর ‘ওয়েলকাম টু জঙ্গল’ এবং ‘বাগি ৪’ ছবিতেও অভিনয় করতে দেখা যাবে সঞ্জয়কে। ব্যক্তিগত জীবনের সমস্যার কারণে দীর্ঘদিন ক্যামেরা থেকে দূরে ছিলেন তিনি তবে অবশেষে অগ্নিপথ, কেজিএফ ছবির মাধ্যমে আবার নতুন রূপে ফিরে আসতে দেখা যায় সঞ্জয়কে।
আরও পড়ুন: 'ওকে দেখলে মুরগিও...', ইসকনের রেস্তোরাঁয় যুবকের আমিষ খাওয়া নিয়ে ক্ষুব্ধ বাদশা
আরও পড়ুন: অবশেষে ছোটবেলার ইচ্ছে পূরণ হল রূপসার, সায়নদীপ স্ত্রীকে দিলেন কোন বিশেষ উপহার?
প্রসঙ্গত, সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মার মৃত্যু হয়েছিল ১৯৯৬ সালে। রিচা এবং সঞ্জয়ের মেয়ের নাম ত্রিশলা। ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে বিয়ে করেন সঞ্জয়। কিন্তু ৭ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটিয়ে তাঁরা ২০০৫ সালে ডিভোর্সের পথে হাঁটেন। অবশেষে ২০০৮ সালে মান্যতাকে বিয়ে করেন সঞ্জয়।