হইচই-এর চিফ অপারেটিং অফিসার সৌম্য মুখোপাধ্যায়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। প্রায় দু'বছর ধরে প্রেম করছেন এই জুটি। প্রথম-প্রথম সম্পর্কের কথা গোপনই রেখেছিলেন। এরপর ইনস্টায় ছবি দিয়ে সন্দীপ্তা জানিয়ে দেন সৌম্যর সঙ্গে সম্পর্কের কথা।
নিজের সম্পর্ক নিয়ে বেশ খোলামেলা সন্দীপ্তা। গতবছর নিজের সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আনেন তিনি। আপাতত চুটিয়ে প্রেম করছেন সন্দীপ্তা। প্রেমিকের সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। লিখেছেন, ‘আমাদের পুজো’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি। মা দুর্গার সামনে পুজো প্যান্ডেলে তোলা জুটির এই ছবি। গোলাপি পাঞ্জাবিতে সৌম্য, সন্দীপ্তার পরনে লাল পাড় ছাই রঙের শাড়ি। অক্সিডাইজ গয়নায় অপরূপা সাজে অভিনেত্রী। আরও পড়ুন: শেষ ইনস্টা পোস্টের ওই সুইমিং পুলই কি কারণ? ম্যাথিউ পেরির মৃত্যু নিয়ে চর্চা