
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বড়সড় ধাক্কা খেয়েছিলেন তাঁর সহ-অভিনেতা সন্দীপ নাহার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্দীপের ‘কেহেনে কো হামসফর হ্যায়’ শো-এর সহ অভিনেত্রী সুচিত্রা পিল্লাই এমনটাই জানিয়েছেন। ২০২০ সালে জুন মাসে রহস্য মৃত্যু ঘটে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। গত সোমবার গুরগাঁওয়ের নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সন্দীপের দেহ। তারই ঘণ্টাখানেক আগে ফেসবুকে ভিডিয়ো পোস্টে সুইসাইডের ইঙ্গিত দিয়েছিলেন।
সুচিত্রা জানিয়েছেন, ভিডয়োও পোস্ট করেতই ইন্ডাস্ট্রির তাঁর সহকর্মীরা ঠিক করেন সন্দীপের সঙ্গে দেখা করার। ভিডিয়োতে জীবনের চরম পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বলে ব্যাখ্যা করেছিলেন।
সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুচিত্রা বলেছেন, ‘এটা অবিশ্বাস্য। সন্দীপ এবং আমি তিন বছর ধরে শো-তে একসঙ্গে কাজ করেছিলাম। সেটের চরম ছটফটে ব্যক্তিত্বদের মধ্যে ও ছিল অন্যতম। মজার মজার কথা বলে সেটে আমাদের সবসময় হাসিয়ে তুলত। দারুণ রসিক ব্যক্তি ছিল। বিষয়টা হল, ও হাসি মুখের পিছনের দুঃখকে বুঝতে দেয়নি।’
তিনি আরও বলেন, ‘ভগবানই জানে ও কত ধাক্কা খেয়ে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে গত তিন বছরে আমি ওঁকে সেটে কখনও মুখ গোমড়া করে বসে থাকতে দেখিনি। এটা বড় হারানো!’
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরিতে স্ক্রিন শেয়ার করেছিলেন অভিনেতা সন্দীপ নাহার। সুচিত্রা জানান, তাঁদের পরিচিতদের থেকে জানতে পারেন, সুশান্তের রহস্য মৃত্যুর কথা জানতে পেরে কার্যত হতবাক হয়েছিলেন সন্দীপ। তিনি বলেন, ‘ও পুরোপুরি হতবাক হয়েছিল। ও বলত, কেউ কীভাবে এই কাজ করে? পুরো বিষয়টায় ও প্রভাবিত হয়েছিল। এটাও আমাদের কাছে বড়সড় ধাক্কা কীভাবে ও নিজে এই পদক্ষেপ নিল।’
যদিও আপনার সহায়তার প্রয়োজন হয় অথবা প্রয়োজন এমন কাউকে চেনেন, দয়া করে কাছাকাছি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন। হেল্পপলাইন: আশ্রা:০২২ ২৭৫৪ ৬৬৬৯ ; স্নেহা ইন্ডিয়া ফাউন্ডেশন: +৯১৪৪২৪৬৪০০৫০ and সঞ্জীবনী: ০১১-২৪৩১১৯১৮
6.88% Weekly Cashback on 2025 IPL Sports