আগামী ২৪ আগস্ট থেকে শুরু হতে চলেছে ‘বিগ বস সিজন ১৯’। প্রতি বছরের মতো এই বছরেও এই অনুষ্ঠানটি ঘিরে মানুষের উন্মাদনার শেষ নেই। তবে এবার দর্শকদের চাহিদা মেটাতে একের পর এক নতুন চমক আনতে চলেছে বিগ বস। তবে এবার বিগ বসের ঘরে যে প্রতিযোগী আসতে চলেছেন, তার নাম শুনে হতবাক সকলে।
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল যেখানে সলমন খানকে একজন নেতার চরিত্রে দেখতে পাওয়া যায়। পরে বোঝা যায় ভিডিয়োটি ছিল বিগবসের প্রচারমূলক ভিডিয়ো। ভিডিয়োয় ভাইজানকে বলতে শোনা যায়, এই বছর বিগ বসে হতে চলেছে বেশ কিছু পরিবর্তন।
আরও পড়ুন: 'আমার স্নেহের পাত্রী...', যুদ্ধ শেষে ফের দিতিপ্রিয়ার উদ্দেশ্যে পোস্ট জিতুর
আরও পড়ুন: অবশেষে ছাড়পত্র দিল হাইকোর্ট, মুক্তি পেল ‘উদয়পুর ফাইলস’
চলতি বছর বিগ বসের ঘরে প্রতিযোগীরা নিজেদের মনের মতো কাজ করতে পারবেন। তবে ভালো বা খারাপ যাই করুক না কেন, ফলাফলের জন্য প্রস্তুত থাকতে হবে প্রতিযোগীদের। এবার প্রকাশ্যে এল এক প্রতিযোগীর নাম।
শুনতে পাওয়া যাচ্ছে, এবার নাকি বিগ বসের মঞ্চে আসতে চলেছেন পহেলগাঁও হামলায় নিহত নৌ বাহিনী অফিসার বিনয় নরওয়ালের স্ত্রী হিমাংশী নরওয়াল। প্রতিযোগীর তালিকায় হিমাংশীর নাম উঠে আশায় স্বাভাবিকভাবেই দর্শক মহলে তৈরি হয়েছে কৌতুহল। তবে এও শোনা যাচ্ছে, হিমাংশী নাকি বিগবস ওটিটি ২ - এর বিজয়ী এলভিশ যাদবের বন্ধু।
আরও পড়ুন: চ্যাট বিতর্কে নতুন চমক! 'মিটিয়ে নিলাম...', ইঙ্গিতপূর্ন পোস্ট দিতিপ্রিয়ার
আরও পড়ুন: স্বামীকে ‘ছাপরি’ বলতেই রেগে কাঁই স্বরা, দিলেন উপযুক্ত শিক্ষা
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, নির্মাতাদের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে হিমাংশীকে। বিগত কয়েক মাসে যেভাবে হিমাংশীর জীবন পাল্টে গিয়েছে, তিনি যেভাবে নিজেকে এবং পরিবারকে সামলেছেন, তার সবটুকু বিগ বসের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে চাইছেন নির্মাতারা।
নির্মাতাদের মত, হিমাংশীর জীবনের গল্প শুনলে বহু মানুষ অনুপ্রাণিত হবেন। পাশাপাশি হয়তো উঠে আসবে পহেলগাঁও হামলার আরও কিছু অজানা তথ্য। তবে নির্মাতারা আমন্ত্রণ জানালেও হিমাংশী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কিনা, তা এখনও জানা যায়নি। তবে তিনি যদি যোগদান করেন এই অনুষ্ঠানে, তাহলে নিঃসন্দেহে চলতি বছর টিআরপি আকাশ ছোঁবে।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন হিমাংশী এবং বিনয়। এরপরেই মধুচন্দ্রিমায় তাঁরা গিয়েছিলেন জম্মু-কাশ্মীর। নৈসর্গ সৌন্দর্য উপভোগ করার মাঝেই তাঁদের জীবনে নেমে আসে সেই দুঃসময়, এক লহমায় ছারখার হয়ে যায় হিমাংশীর জীবন।