এষা ভার্মা পূর্ববর্তী অভিযোগের জন্য রূপালি গঙ্গোপাধ্যায়ের মানহানির নোটিশের মুখোমুখি হয়েছেন, জোর দিয়েছিলেন যে তার সম্প্রদায় ইতিবাচক এবং তিনি নেতিবাচকতা বন্ধ করবেন।
অশ্বিন বর্মা, তাঁর মেয়ে এষা বর্মা ও সৎ মা রূপালি গঙ্গোপাধ্যায়
ছোটপর্দার 'অনুপমা' রূপালি গঙ্গোপাধ্যায়ের সৎ মেয়ে এষা বর্মার সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে জোর চর্চা চলছে। যে সাক্ষাৎকারে সৎ মা, অভিনেত্রী রূপালির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন এষা বর্মা। আর এরপরই সৎ মেয়ে এষার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির নোটিস পাঠিয়েছেন রূপালি।
আর বাবার বর্তমান স্ত্রী, অর্থাৎ সৎ মায়ের থেকে এধরনের আইনি নোটিস পাওয়ার পরই বড় পদক্ষেপ করেছেন বছর ২৬এর এষা। এধরনের গোলযোগ, বিতর্কের পরই সোশ্যাল মিডিয়া খেকে আপাতত দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এষা। শেষ পোস্টে বলেন, ‘হাই এভরিওয়ান। আমি এষা। আমার জন্য এতটা দয়ালু হওয়ার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এটাই আমার কাছে যেন গোটা পৃথিবী। আমি আমার নিজের স্বার্থে কিছু সময়ের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ড প্রাইভেট করছি। আমি এবার শুধু সামনের দিকে এগিয়ে যেতে চাই।’
উল্লেখ্য, এষার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এইমুহূর্তে প্রাইভেট মোডে রয়েছে। সেখানে কেউ তাঁর সম্পর্কে নেতিবাচক পোস্ট করলে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে এষার।