কিছুদিন আগেই কলকাতার ইডেনে কেকেআরের শেষ ম্যাচ ছিল মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। আর সেই হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকতে শহরে এসেছিলেন জুহি চাওলা, সুহানা খান এবং অনন্যা পাণ্ডে। এই ম্যাচেই তাঁদের সঙ্গে দেখা হয় ঋতুপর্ণা সেনগুপ্তর। তাঁদের সেই মোলাকাতের ছবি অভিনেত্রী নিজেই পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এদিন কী কথা হয়েছিল তাঁদের মধ্যে?
কেকেআরের ম্যাচে জুহি অনন্যাদের সঙ্গে কী কথা হল ঋতুপর্ণা সেনগুপ্তের?
ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি মুখোমুখি হয়েছিল নিউজ ১৮ এর। তাঁদের দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন এতদিন পর তাঁর সঙ্গে জুহির দেখা হওয়ায় তাঁদের পুরোনো বন্ধুত্ব আরও গভীর হয়েছে। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন জুহি তাঁকে কলকাতায় অনুষ্ঠিত হওয়া সমস্ত কেকেআরের ম্যাচেই যাওয়ার কথা বলেন। কিন্তু এতদিন না হলেও এদিন শত ব্যস্ততার মধ্যেও, ঝড় বৃষ্টি উপেক্ষা করে তিনি কেকেআরের খেলা দেখতে যান এবং জয়ের সাক্ষী থাকেন।
আরও পড়ুন: সৃজিতের আগামী ছবি যেন নক্ষত্রের হাট! ঋত্বিক - পরম - কৌশিক সহ কারা বলছেন 'সত্যি বলে সত্যি কিছু নেই'?
কিন্তু এদিন ঠিক কী কথা হয় জুহি এবং ঋতুপর্ণার? অভিনেত্রী জানান, 'জুহি এদিন আমায় অমর ছেলের কথা জিজ্ঞেস করল এবং বলল সময় কত দ্রুত চলে যায়। জুহি আর জয় আমায় আরও কিছুক্ষণ থাকতে বলেছিল কিন্তু আমি পারিনি। সেদিন রাতে আমার আবার সিঙ্গাপুর যাওয়ার ফ্লাইট ছিল।'
অনন্যা বা সুহানার সঙ্গে কী কথা হয়? সুহানাকে তিনি যে কিং ছবিটির জন্য শুভেচ্ছা জানিয়েছেন সেটা জানান। অন্যদিকে অনন্যার সঙ্গে এদিন দেখা হওয়ার পরই চাঙ্কি পাণ্ডে নাকি তাঁকে মেসেজ করেছেন। প্রসঙ্গত চাঙ্কি পাণ্ডে এবং ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে একাধিক হিন্দি ছবি যেমন তিরচি টোপিওয়ালা, তিসরা কৌন ছবিতে কাজ করেছেন। শুধু তাই নয়, তাঁরা একসঙ্গে একটি বাংলাদেশি ছবিতেও কাজ করেছেন।
আরও পড়ুন: সেই চলন সেই বলন, সৃজিত - চঞ্চলের জুটি প্রত্যাশা বাড়াল পদাতিক নিয়ে, প্রকাশ্যে ঝলক
ঋতুপর্ণার আগামী কাজ
ঋতুপর্ণা সেনগুপ্তকে আগামীতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি অযোগ্যতে দেখা যাবে। এটা তাঁর এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জুটির ৫০ তম ছবি। আগামী ৭ জুন মুক্তি পাবে এটি। এছাড়া তাঁর হাতে বাংলাদেশি একটি ছবিরও কাজ আছে।