পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আকাশ বাতাস জানান দিচ্ছে মা আসছেন। পাড়ার ক্লাবে ক্লাবে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে ইতিমধ্যেই চন্ডীপাঠ শুনে বাঙালির শারদীয়ার শুভ সূচনা হয়ে গিয়েছে। তার মধ্যেই উমা সাজে নজর কাড়লেন ঋতাভরী চক্রবর্তী। মুখে মিঠে হাসি, হাতে পদ্ম, আর কপালে ত্রি-নয়ন নিয়ে ছড়িয়ে দিলেন একরাশ স্নিদ্ধতা। কী ভাবছেন নায়িকাকে কোনও চ্যানেলের প্রভাতী অনুষ্ঠানে দেবী রূপে দেখা গিয়েছে?
না না তা একেবারেই নয়। রবিবার মহালয়া শুরু আগের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেন নায়িকা। লাল টুকটুকে শাড়ি, মাথায় জুঁই ফুলের মালা, মুকুট, সিঁথি ভর্তি সিঁদুর, হাতে ভারী বালা, বাজুবন্ধ, গলায় ভারী হার, নেকলেস, কানে দুল, কপালে আঁকা তৃতীয় নয়ন, হাতে পদ্ম, পায়ে আলতা সব মিলিয়ে যেন আগমীর বার্তা নিয়ে কাশের বনে উমা। এই ভিডিয়োটি পোস্ট করে মহালয়ার ভোরে স্নিদ্ধতা ছড়িয়ে দেন নায়িকা।
আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান, প্রকাশ্যে ‘ইন্দু ৩’ - এর ট্রেলার, সিরিজ মুক্তি কবে?
ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে ‘রূপং দেহী জয়ং দেহী’র সুর বেজে ওঠে। কখনও পুকুরের পাড়ে, আবার কখনও কাশের বোনে, কখনও বা ঘাস ভরা সবুজ মাঠে দেবী রূপে ধরা দেন নায়িকা। ভিডিয়োটি পোস্ট করে ঋতাভরী ক্যাপশনে লেখেন, ‘দেবী পক্ষের শুরু, শুভ মহালয়া।’
তাঁর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন,'অসাধারণ অসাধারণ, পুরো মুগ্ধ হয়ে গেলাম।' আর এক নেটিজেন লেখেন, ‘শুভকামনা রইল আপনার জন্য। খুব সুন্দর লাগছে আপনাকে। আপনার কাছে কাউকে রাখা যাবে না, আপনি এত মিষ্টি দেখতে। আর মানিয়েছেও খুব। সুন্দর। সত্যি আপনি দুর্গা প্রতিমার মতোই লাগছেন।’
আরও পড়ুন: শাহরুখের নায়িকা হওয়ার সুযোগ পেয়েও প্রত্যাখ্যান করেছিলেন রুক্মিণী! জানেন কোন ছবির জন্য?
আর এক নেটিজেন মন্তব্য করেন, ‘একেবারে দেবী দুর্গার মতো লাগছে আপনাকে।’ তাঁর আর এক অনুরাগী লেখেন, ‘একেবারে ঐশ্বরিক সৌন্দর্য, আপনার চাহনিতে দেবী শক্তি প্রকাশ পাচ্ছে। শুভ মহালয়া। এই রূপ মনে চিরকাল থেকে যাবে।’ নায়িকার আরও এক গুণমুগ্ধ ভক্ত লেখেন, ‘শুভ মহালয়া দিদি। অসাধারণ লাগছে তোমাকে। পুরো মুগ্ধ হয়ে গেলাম।’ আর একজন লেখেন, ‘তুমি অনন্য। আমি তোমার খুব বড় একজন ভক্ত।’