ষাটের দশকে বলিউডে ডেবিউ করেছিলেন রেখা এবং নীতু কাপুর। কয়েকটি ছবিতেও একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। সত্তরের দশকে নীতুর জন্মদিন পার্টি থেকে এই দুই বলি তারকা অভিনেত্রীর কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ফের একবার ভাইরাল হয়েছে।
একটি ছবিতে পানীয় হাতে দেখা গিয়েছে রেখাকে। হাতে ফুল ধরে রয়েছেন নীতু। অপর একটি ছবিতে নীতুকে রেখাকে কেক খাওয়াতে দেখা গিয়েছে। আরও পড়ুন: ‘আমরা কৃতজ্ঞ’,অন্তঃসত্ত্বা হয়েছেন জেনে স্বামীকে নিয়ে একজনের কাছে ছুটে যান বিপাশা
১৯৮০ সালে নীতু কাপুর এবং ঋষি কাপুরের বিয়েতেও হাজির ছিলেন রেখা। বিয়ের একটি বিরল ছবিতে দেখা যাচ্ছে, নীতুর সামনে হাঁটুতে হাত রেখে বসে আছেন রেখা। আরও পড়ুন: Jeet: 'চেঙ্গিজ' হয়ে টলিউড কাঁপাতে আসছেন জিৎ, প্রকাশ্যে অভিনেতার লুক
১৯৭৪ সালের ‘হাওয়াস’ ছবিতে অভিনয় করেছিলেন রেখা এবং নীতু। ছবিতে আরও অভিনয় করেছেন অনিল ধাওয়ান, বিন্দু এবং বিনোদ মেহরা। পরে ১৯৭৮ সাল হিট ফিল্ম ‘কাসমে বাদে’তে-ও একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। ছবিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, আমজাদ খান, রণধীর কাপুর এবং রাখি। ‘কাসমে বাদে’র পরে ১৯৮০ সালে রিমেক হয়, তেলুগুে ছবি ‘চেসিনা বাসালু’ এবং তামিলে ‘ধর্মাথিন থালাইভান’ নামে। আরও পড়ুন: ‘ছবিটা দেখে নিয়েছি আর…’, ‘ডার্লিংস’-এর হামজা চরিত্রকে ঘৃণা করেন, ফাঁস করলেন বিজয়