বৃহস্পতিবার মুম্বইয়ে গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ দর্শনের জন্য বেরিয়েছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। ম্যাচিং পোশাকে সেজেছিলেন তাঁরা। দুয়াকে বাড়িতে রেখেই শহরের একটি বিশাল বড় গণেশ পুজোর প্যান্ডেলে দেখা গেল তাঁদের। কিন্তু সব থেকে বেশি চমক লেগেছে রণবীরকে দেখে।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, হালকা হলুদ রঙের পোশাকে সেজেছেন তারকা দম্পতি। ঠাকুরের সামনে ফুল অর্পণ করে মাথা নিচু করে প্রার্থনা করতে দেখা যায় দুজনকেই। কিন্তু এই ভিডিযেয় সব থেকে বেশি যেটি নজর কেড়েছে তা হল রণবীরের নতুন লুক।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
বহুদিন বাদে আবার ক্লিন শেভড লুকে দেখতে পাওয়া গেল অভিনেতাকে। বিগত বেশ কয়েক বছর ধরে রণবীরকে যেভাবে দেখে মানুষ অভ্যস্ত, তারপর এই নতুন লুকে আবার পুরনো রণবীরকে ফিরে পেয়ে খুশি ভক্তরা। অনেকে আবার রণবীরের পুরনো ছবির কথাও মনে করিয়েছেন।
ভিডিয়ো ভাইরাল হতেই এক নেটিজেন লেখেন, ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির সেই লুক মনে পড়ে গেল। একজন আবার লিখেছেন, অনেকদিন হয়ে গিয়েছে রণবীরকে এই লুকে দেখে নি, ভীষণ ভালো লাগছে। কেউ কেউ আবার লিখেছেন, অনেকটা বয়স কমে গেল মনে হল। কেউ কেউ আবার ভেবেছেন এই লুক হয়তো আগামী ছবির জন্যই রেখেছেন রণবীর। তবে কারণ যাই হোক না কেন, অভিনেতার পুরনো অবতার দেখে খুশি সকলে।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
প্রসঙ্গত, রণবীরকে পরবর্তীতে আদিত্য ধরের স্পাই থ্রিলার, ধুরন্ধর-এ দেখা যাবে, যেখানে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, সঞ্জয় দত্ত এবং সারা অর্জুন। ছবিটি ৫ ডিসেম্বর মুক্তি পাবে। সম্প্রতি আল্লু অর্জুন এবং অ্যাটলির আসন্ন জুটির জন্য দীপিকাকে প্রধান নারী চরিত্রে ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর মেয়ে দুয়াকে জন্ম দেন দীপিকা। এখন মেয়ের বয়স প্রায় ১ বছর। এখনও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি তাঁরা। যদিও কিছুদিন আগে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দীপিকার কোলে একটি ছোট্ট মেয়েকে দেখা যায়। ছবি তোলায় ভীষণ রেগে যান অভিনেত্রী, যদিও মেয়েটি দুয়া কিনা সেটা জানা যায়নি।