একসঙ্গে 'গুড্ডি' ধারাবাহিকে নজর কেড়েছিলেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। তারপর থেকে নানা উৎসব অনুষ্ঠানে, রণজয়ের ছবি 'রাস'-এর প্রিমিয়ারে, অভিনেতার জন্মদিনের সারপ্রাইজ পার্টিতে নজর কাড়তে দেখা গিয়েছে শ্যামৌপ্তিকে। ফলে সবটা মিলিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে, তাঁরা নাকি একে অপরের প্রেমে পড়েছেন। আর এই চর্চার মাঝেই ফের গণেশ চতুর্থীতে একসঙ্গে দেখা গেল রণজয়-শ্যামৌপ্তিকে।
আরও পড়ুন: শ্রেয়া পাণ্ডের বাড়ির গণেশ পুজোয় একসঙ্গে দেব-শুভশ্রী? গণপতিকে নিজের হাতে মালা পরালেন নায়িকা
২৭ অগস্ট সারা দেশে জুড়ে পালিত হয়েছে গণেশ চতুর্থী। বিশেষ করে মুম্বইতে গণেশ উৎসব দারুণ জাঁকজমকের সঙ্গে পালিত হয়। কিন্তু টলিউডও এক্ষেত্রে পিছিয়ে নেই। দেব থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যশ দাশগুপ্ত-সহ আরও অনেকেই এদিন গণপতির আরাধনায় মেতে উঠেছিলেন। ব্যতিক্রম নন রণজয়-শ্যামৌপ্তিও। তাঁদেরও গণেশ উৎসবে মেতে উঠতে দেখা যায়।
লাল শাড়ি, হাতে লাল চুড়ি, হালকা মেকআপ, কপালে ছোট্ট লাল টিপ, ঝোলা কানের দুলে বেশ মিষ্টি দেখাচ্ছিল নায়িকাকে। অন্যদিকে, রণজয়ের পরনে ছিল পাঞ্জাবি ও জিন্স। হাসি মুখে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন তাঁরা। পাশাপাশি নায়ক ভাগ করে নেন তাঁর মেগা 'কোন গোপনে মন ভেসেছে'-এর শেষ দিনের শ্যুটিংয়ের খবর।
আরও পড়ুন: ছেলের জন্মের ৩ মাসের মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন পিয়া! শুরু হল পরম-পুত্রের শিক্ষার প্রথম ধাপ