ছবির একটি দৃশ্যের শ্যুটিংয়ের ফাঁকে গাড়িতে তিনজন বসে। আর সেই গাড়ি ড্রাইভ করছেন রণবীর কাপুর। তাঁদের মধ্যে একজন হাসিমুখে ভিডিয়ো করছে।
শ্যুটিংয়ের ফাঁকে
বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’। প্রধান অভিনেতাদের পাশাপাশি সহ-অভিনেতাদের অভিনয়ও নজর কেড়েছে দর্শকদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে ছবির শ্যুটিংয়ের ফাঁকে অনস্ক্রিন ভাইদের সঙ্গে আনন্দে মশগুল রণবীর।
BTS ভিডিয়োতে দেখা গিয়েছে, ছবির একটি দৃশ্যের শ্যুটিংয়ের ফাঁকে গাড়িতে তিনজন বসে। আর সেই গাড়ি ড্রাইভ করছেন রণবীর কাপুর। তাঁদের মধ্যে একজন হাসিমুখে ভিডিয়ো করছে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে ক্যামেরার দিকে তাকিয়ে একগাল হাসেন রাহার বাবা।