বিগত বেশ কয়েক মাস ধরে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং দীপিকা পাড়ুকোনের মধ্যে চলা অশান্তির বিষয়ে একাধিক তারকা মন্তব্য করেছেন। দীপিকার ৮ ঘন্টার কাজের দাবি না মানায় ‘স্পিরিট’ ছবি ছেড়ে বেরিয়ে যান দীপিকা পাড়ুকোন, যে ছবিতে অভিনয় করার কথা তৃপ্তি দিমরির।
তবে দীপিকার এই আট ঘন্টা কাজের দাবিতে মুখ খুলেছেন একাধিক তারকা। বলিউড বা টলিউডের পাশাপাশি দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক পরিচালক এবং কলাকুশলী এই প্রসঙ্গে নিজেদের মত প্রকাশ করেছেন। এবার এই বিষয় নিয়ে খোলাখুলি কথা বললেন হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় পরিচালক রাম গোপাল বর্মা।
আরও পড়ুন: 'আমাদের দুজনেরই প্রথম...', নবাব কন্যার সঙ্গে অদেখা ছবি পোস্ট অপরাজিতার
আরও পড়ুন: 'আমায় মা হিসেবে বেছে...', ছেলের ১৮ তম জন্মদিনে অদেখা ছবি পোস্ট রবিনার
হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে পরিচালক বলেন, ‘আমার মনে হয় যখন একটি চুক্তি স্বাক্ষর করা হয় তখন দুপক্ষের কথা বলার অধিকার আছে। যে যা খুশি বলতেই পারে। সেই কথা অপরপক্ষ মানবে কিনা সেটারও অধিকার রয়েছে। তাই আমার মনে হয় এই বিষয়টি নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই।’
পরিচালক বলেন, ‘আমার সত্যি মনে হয় এই ব্যাপারটা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা হয়েছে। আমি একজন পরিচালক হিসেবে বলতেই পারি ২৩ ঘন্টা কাজ করতে হবে, তাতে অভিনেতা বা অভিনেত্রী সমর্থন করবেন কিনা সেটা তাদের নিজস্ব ইচ্ছা। আমি তো কাউকে বাধ্য করতে পারি না। সবকিছু ঠিক থাকলে তবেই একসঙ্গে কাজ শুরু করা হয়।’
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি কিয়ারা, উপস্থিত গোটা পরিবার, শুভ সময় কি আসন্ন?
আরও পড়ুন: ৪ বছরেই রুটি বানিয়ে তাক লাগল ঈশান, গর্বিত নুসরত লিখলেন, ‘ছেলে মায়ের জন্য…’
পরিচালক আরও বলেন, 'কাজের সময় কতক্ষণ নির্ধারণ করা হবে সেটা অনেক জিনিসের উপর নির্ভর করে। এই ধরুন একজন পরিচালকের প্রয়োজন সূর্যাস্তের সময় কোনও দৃশ্য শ্যুট করতে হবে, সেক্ষেত্রে সবাইকে অপেক্ষা করতেই হয়। আবার অনেক সময় লোকেশন ঠিক না থাকলে অন্য লোকেশনে যেতেও কিছুটা সময় লেগে যায়। তাই কেউ এটা বলতে পারে না যে এই সময়ের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।'
উল্লেখ্য, সত্য, শূল, ভূত এবং কিলিং বীরাপ্পানের মতো ছবি তৈরির জন্য পরিচিত এই চলচ্চিত্র নির্মাতার সর্বশেষ ছবি ‘সারি’ গত ২৭ জুন লায়ন্সগেট প্লেতে প্রিমিয়ার হয়। ছবিটি পরিচালনা করেছেন গিরি কৃষ্ণ কমল ও চিত্রনাট্য লিখেছেন রাম গোপাল বর্মা।