Rakhi Sawant: রাখির অভিযোগের ভিত্তিতে ওশিওয়াড়া পুলিশের হাতে গ্রেফতার তাঁর স্বামী আদিল খান দুরানি। স্বামীর বিরুদ্ধে পরকীয়া-মারধর-চুরি সহ একাধিক অভিযোগ তুলেছেন রাখি। স্বামী আদিলের গ্রেফতারির কথা বলতে বলতেই সংবাদমাধ্যমের সামনে সজ্ঞা হারান রাখি। দেখুন ভিডিয়ো-
সংবাদমাধ্যমের সামনে জ্ঞান হারান রাখি সাওয়ান্ত
মঙ্গলবার ওশিওয়াড়া পুলিশের হাতে গ্রেফতার রাখি সাওয়ান্তের স্বামী আদিল খান দুরানি। স্বামীর বিরুদ্ধে পরকীয়া-মারধর-চুরি সহ একাধিক অভিযোগ তুলেছেন রাখি। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই আদিলকে গ্রেফতার করেছে পুলিশ। আদিল গ্রেফতার হওয়ার পর পরই এ দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে জ্ঞান হারান রাখি।
রাখি ওশিওয়ারা থানার বাইরে আদিল সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। অভিনেত্রীর ভাই রাকেশ সাওয়ান্তও ছিলেন সঙ্গে। ড্রামা কুইন জানাচ্ছিলেন, পুলিশে অভিযোগের বিষয় কীভাবে আদিল সারাদিন ফোন করে রাখিকে বিরক্ত করে। সেই সময়ই কথা বলতে বলতে আচমকা জ্ঞান হারান রাখি। এরপরই তাঁকে ধরে গাড়ি পর্যন্ত নিয়ে যান সকলে। জল খাওয়ান।
আদিলের বিরুদ্ধে টাকা ও গয়না লুটের অভিযোগ দায়ের করেন রাখি। ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় এফআইআর রুজু হয়। জানা গিয়েছে, মঙ্গলবার রাখির বাড়িতে হাজির হয়েছিলেন আদিল। তখনই ওশিওয়াড়া থানার পুলিশ তাঁকে প্রথমে আটক করে। পরে গ্রেফতার করে।