বাংলা নিউজ > বায়োস্কোপ > স্ত্রী পত্রলেখাকে বাড়ির কাজে সাহায্য, বাসন ধুতে সবথেকে বেশি ভালোবাসেন রাজকুমার
পরবর্তী খবর
২০২১ সালের ১৫ নভেম্বর সাত পাকে বাঁধা পড়েন অভিনেতা রাজকুমার রাও এবং পত্রলেখা। ১১ বছরের প্রেম, তারপর একসঙ্গে আজীবন পথ চলার শপথ.. চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে বসেছিল বিয়ের আসর। সিসওয়ান ফরেস্ট রেঞ্জেই এই লাক্সারি রিসর্ট। রাজকীয় ভাবে বিয়ে সারেন এই জুটি।
বিয়ের পর কেমন কাটছে সংসার জীবন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন রাজকুমার। জানিয়েছেন, বাড়িতে খুব সাধারণ রুটিনে চলেন তিনি। অভিনেতা বলেন, ‘পর্দায় বাস্তব চরিত্রগুলিকে তুলে ধরি। তাই বাড়িতেও বাস্তব হওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ। দু’জনেই ঘরের সমস্ত কাজ সামলাই।'
আরও পড়ুন: পর্দার পিছনে প্রেমে হাবুডুবু সৌরভ-দর্শনার! কী বলছেন ‘হৃদয়পুর’ পরিচালক সৌম্যজিত?
‘কিন্তু আমার ওসিডি আছে তাই আমি চাই জিনিসগুলো সুসংগঠিত ও পরিষ্কার হোক। ও হয়ে গিয়েছে বললেও, আমি আবার সেগুলিকে পরিষ্কার করি।’