বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘CBI ডাকেনি, ED-র ঘরে যাইনি… কোন ক্ষেত্রে দলবিরোধী জানি না’, আরজি কর কাণ্ড নিয়ে ছবি, সাসপেন্ড হতেই অভিমানী রাজন্যা
পরবর্তী খবর
আগমনীর জেরেই দল থেকে ‘বিসর্জন'! সেই নিয়েই ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সদ্য সাসপেন্ড হওয়া ছাত্রনেত্রী রাজন্যা হালদার। আরজি কর কাণ্ড নিয়ে দেশজুড়ে হইচই। এর মাঝেই আরজি করের প্রেক্ষাপটে তৈরি একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। যা পরিচালনা করেছেন রাজন্যার ঘনিষ্ঠ বন্ধু তথা তৃণমূল ছাত্র পরিষদেরই নেতা প্রান্তিক চক্রবর্তী। আরও পড়ুন-তিলোত্তমা শর্ট ফিল্মের জন্য ভাইস প্রেসিডেন্ট প্রান্তিক এবং ২১-এর মঞ্চে আসা রাজন্যাকে সাসপেন্ড করল তৃণমূল ছাত্র পরিষদ