ইয়ালিনির জন্মদিনে কৃষ্ণ নামে মাতোয়ারা রাজ-শুভশ্রী ও তাঁদের পরিবার। হল নাম সংকীর্তন, এলেন ইসকনের সাধুরা। দেখুন সেই মুহূর্ত…
হরেকৃষ্ণ বলে নাচলেন শুভশ্রী
কেকে কেটে, লোক খাইয়ে সেলিব্রেশন নয়। রাজ চক্রবর্তী আগেই জানিয়েছিলেন মেয়ে ইয়ালিনির প্রথম জন্মদিন একটু অন্যভাবেই উদযাপন করবেন তাঁরা। তাঁদের বাড়িতে শুভশ্রীর উদ্যোগে জগন্নাথ দেবের ‘পুষ্প অভিষেক’-এর আয়োজন করা হচ্ছে। সন্তানের মঙ্গলকামনায় তাঁর প্রথম জন্মদিন ঈশ্বরের নামেই উৎসর্গ করতে চেয়েছিলেন রাজ-শুভশ্রী।
যেমন বলেছিলেন ঠিক সেই মতোই সমস্ত কিছু পালিত হল। ইয়ালিনির জন্মদিনে রাজ-শুভশ্রীর বাড়িতে নাম-সংকীর্তন সহযোগে জগন্নাথ দেবের ‘পুষ্প অভিষেক’-হল। হাজির ছিলেন ইসকনের সন্ন্যাসীরা। সেই মুহূর্তের ভিডিয়ো নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করেছেন রাজ। যেখানে শুভশ্রীকে গোলাপী রঙের একটা ট্রাডিশনাল শাড়িতে আর ভারী সোনার গয়নায় দেখা যাচ্ছে। তাঁর কোলে ছোট্ট ইয়ালিনি যেন 'ডল পুতুল'! জন্মদিনে গোলাপী একটা ফ্লোরাল ড্রেসে দেখা যাচ্ছে রাজ কন্যাকে।
জগন্নাথ দেবের পুষ্প অভিষেকের সময় মেয়েকে কোলে নিয়ে ঈশ্বরের উদ্দেশ্য়ে ফুল ছুড়তে দেখা যাচ্ছে শুভশ্রী সহ উপস্থিত সকলকে। বলা ভালো এইদিন ফুলে ফুলেই স্নান করলেন প্রভু জগন্নাথ। আর তখন উলু ধ্বনি দিচ্ছিলেন সকলে। একই সঙ্গে খোল করতাল সহযোগে চলছিল নাম সংকীর্তন। হরেকৃষ্ণ নামে তালি দিতে দিতে লাফিয়ে লাফিয়ে নাচতেও দেখা গেল রাজ ঘরণীকে। তাঁর পাশে দেখা মেয়ে রাজের ভাগ্নী সৃষ্টি পাণ্ডে ও রাজের দিদিকেও। আরও অনেকেই একসঙ্গে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সমস্ত মুহূর্তের ভিডয়োটিই সকলের জন্য 'জয় জগন্নাথ' ক্যাপশানে তুলে ধরেছেন রাজ।
নেটিজেনরা অনেকেই রাজ কন্যা ইয়ালিনি এভাবে জন্মদিন উদযাপন দেখে অভিভূত। একজন লিখেছেন, ‘দারুণ লাগল স্যার, এভাবে জন্মদিন উদযাপন করতে দেখে।’ আবার অনেকেই 'জয় জগন্নাথ', কেউ কেউ ‘জয় শ্রীকৃষ্ণ’ লিখে কমেন্ট করেছেন। কেউ কেউ সেখানে অরিন্দম শীল ও তাঁর 'স্ত্রী'কে দেখে ট্রোল করতে ছাড়েননি। একজন অরিন্দম শীলের ফুল ছোড়া দেখে লিখেছেন, ‘অরিন্দম শীলজি ভগবান রাগ করবেন তো’। এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
পুষ্প অভিষেকের অনুষ্ঠানের জন্য আগের দিন থেকেই রাজ-শুভশ্রীর বাড়িতে চলে প্রস্তুতি। যেখানে শুভশ্রী সহ পরিবারের অন্যান্যদের এক সঙ্গে পদ্ম সহ নানান রঙের ফুল কুচোতে দেখা যায়। শুভশ্রী বলেন, ‘এখানে ইয়ালিনির জন্মদিনের প্রস্তুতি চলছে। কারণ, আমরা সকলেই আধ্যাত্মিক, তাই পুষ্প অভিষেক হবে। আমরা ২ ঘণ্টা ধরে ৫০০টা পদ্ম, ৫০০ টা গোলাপ, ৫০০ টা চন্দ্রমল্লিকা ছাড়াচ্ছি। কারণ এগুলো দিয়েই জগন্নাথ দেবকে স্নান করানো হবে।’