গত ১৭ এপ্রিল লস অ্যাঞ্জেলেসে উড়ে গিয়েছেন রাজ-শুভশ্রী। সঙ্গে ছিল ছেলে ইউভান। যাওয়ার সময় দমদম বিমানবন্দরে রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, ‘লস অ্যাঞ্জেলেস যাচ্ছি। লস অ্যাঞ্জেলেস ফিল্ম ফেস্টিভ্যাল যেখানে বাবলি ও সন্তান দেখানো হবে। ১৯ এপ্রিল ছবি দুটি ওখানে দেখানো হবে। সেজন্যই যাচ্ছি।’
রাজের কথা মতোই লস অ্যাঞ্জেলেসে শনিবারই দেখানো হয়েছে রাজ চক্রবর্তীর এই দুটি ছবি। সেই চলচ্চিত্র উৎসব থেকেই রাজের সঙ্গে সোশ্যাল মিডিয়ার পাতায় ছবি পোস্ট করেছেন শুভশ্রী। সে ছবিতে অভিনেত্রী সৌরসেনী মৈত্র ও পরিচালক সুমন ঘোষকেও দেখা গিয়েছে।
যে ছবিতে শুভশ্রীকে লাল সার্টিনের শাড়ি আর রাজকে নীল পাঞ্জাবি ও লাল উত্তরীয় গায়ে দেখা যায়। অন্যদিকে সৌরসেনী মৈত্রকে অফ হোয়াইট রঙের শাড়ি ও সুমন ঘোষকে কালো পাঞ্জাবিতে দেখা গিয়েছে। ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, লস অ্যাঞ্জেলেস ফিল্ম ফেস্টিভ্যাল সন্তান ও ববলি।
আরও পড়ুন-বক্স অফিসে অক্ষয় ঝড় কি শুরু? ২ দিনে কেশরী ২র লক্ষ্মীলাভ কত? কী হাল জাট ও সিকন্দরের?
আরও পড়ুন-কপালে তিলক, পরনে ধুতি, স্ত্রী কোয়েলকে পাশে নিয়ে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে অরিজিৎ সিং
গত ১৭ এপ্রিল রাজ-শুভশ্রী যখন কলকাতা ছেড়েছিলেন তখন তাঁদের সঙ্গে ইউভান থাকলেনও বছর দেড়েকের মেয়ে ইয়ালিনিকে দেখা যায়। সেই ভিডিয়ো দেখে খুব স্বাভাবিকভাবেই নেটপাড়ার প্রশ্ন ছিল, রাজ-শুভশ্রী ইউভানকে নিয়ে যাচ্ছেন, কিন্তু ‘ইয়ালিনি কোথায়?’ কারোর প্রশ্ন, 'ইয়ালিনিকে কার কাছে রেখে গেলেন?' খুব সম্ভত, ইয়ালিনিকে শাশুড়ি, ননদ সহ বাড়ির অন্যান্যদের কাছে রেখেই লস অ্যাঞ্জেলেসে উড়ে গিয়েছেন রাজ শুভশ্রী। বিমানের বিজনেস ক্লাসে করে আমেরিকা উড়ে যাওয়ার ছবিও ইনস্টাস্টোরিতে শেয়ারও করেন রাজ ঘরণী। তবে অবশ্য় এর আগেও রাজ-শুভশ্রী ইয়ালিনিকে বাড়িতে রেখে বাইরে গিয়েছেন। গত জানুয়ারিতে ইউভান ও ইয়ালিনি দুই সন্তানকেই কলকাতায় রেখে বন্ধুর জন্মদিন উদযাপনে দুবাই উড়ে গিয়েছিলেন রাজ-শুভশ্রী।
প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বরে জন্ম রাজ-শুভশ্রীর প্রথম সন্তান ইউভানের। এরপর ২০২৩ সালের নভেম্বরে রাজ-শুভশ্রী দম্পতির কোল আলো করে আসে তাঁদের আদরের মেয়ো ইয়ালিনি। ইউভানের বয়স ৪+। আর ইয়ালিনি এখন ১+। এই ভাইবোনের বয়সের ফারাক মাত্র ৩ বছর ২ মাসের।