
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
স্মৃতি সততই মধুর। আর সেই স্মৃতির সঙ্গে যদি ছোটবেলা জড়িয়ে থাকে তাহলে সেটা আমাদের অনেককেই আবেগপ্রবণ করে তোলে। বুধবার পুরনো অ্যালবাম ঘেঁটে পাওয়া এমনই এক স্মৃতিতে আবেগতাড়িত হয়ে পড়লেন টলিপাড়ার জনপ্রিয় এক অভিনেতা। সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি নিজেই সেই ছবি শেয়ার করেছেন।
দক্ষিণ কলকাতার ছেলে তিনি। ছোটবেলায় বাবা-মা, দাদা, কাকুর সঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন। সেই ছবিই ফেসবুকে পোস্ট করেছেন বড় পর্দা ও ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেতা। ছবি পোস্ট করে তাঁর ক্যাপশান, ‘বাবা,মা,আমি,দাদা ,রাজা কাকু, আরতি পিসি’। অভিনেতার পোস্ট থেকেই জানা যাচ্ছে ছবিটি ১৯৯৫ সালে তোলা। দেখুন তো কোন অভিনেতার কথা বলছি চিনতে পারেন কিনা?
তবে এই অভিনেতা প্রসঙ্গে বলে রাখি, যিনি কেরিয়ারের শুরুতে রাজ চক্রবর্তীর ছবিতে অভিনয় করেছে, সেই ছবি ব্লকবাস্টার হয়েছে। তাঁর অভিনীত রাজ চক্রবর্তী পরিচালিত সেই ছবি বাংলা সিনেমায় আজও একটা মাইলফলক। পরবর্তী সময়ে ছবির নায়িকাকে বিয়েও করেন তিনি। এক সন্তানও হয়। তবে মাঝে অনেকটা সময় তাঁরা আলাদা ছিলেন। বিবাহ-বিচ্ছেদ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সম্প্রতি তাঁরা আবারও এক হয়েছেন। এই অভিনেতা বামপন্থী রাজনীতির সঙ্গেও জড়িত। কি চিনতে পারছেন?
হ্যাঁ, ঠিকই ধরেছেন, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছি। কেরিয়ারের শুরুতে, ২০০৮ সালে মুক্তি পাওয়া রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে অভিনয় করেছিলেন রাহুল। যে ছবি ব্লকবাস্টার হয়। ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারকেই সেসময় ভালোবেসে বিয়েও করেছিলেন রাহুল। তাঁদের একমাত্র ছেলের নাম সহজ। মাঝে দীর্ঘ বিচ্ছেদ পর্বের মধ্যে দিয়ে গিয়েও ফের একহয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা। এই পারিবারিক ছবিটি রাহুলই বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
রাহুলের এই পোস্টের নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, 'অ্যালবামের পাতা থেকে, মধুর স্মৃতি'। কেউ লিখেছেন, কিছু স্মৃতি কখনও পুরনো হয় নয়, বড্ড সুন্দর ছবিটা'। কারোর কথায়, ‘স্মৃতি সততই সুখের। সেই পুরোনো অ্যালবামের পাতা থেকে পুরানো সেই দিনের কথা, মধুর ভালোবাসার স্মৃতিচারণ। গুরুজনদের প্রণাম।’ কেউ লিখেছেন, 'ভীষণই মূল্যবান ছবিটি'।
প্রসঙ্গত, ছবিতে থাকা রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ও একজন থিয়েটার শিল্পী ছিলেন। বিজয়গড় এলাকায় বড় হয়েছেন রাহুল। নাকতলা হাইস্কুলে পড়াশোনা করেছেন রাহুল, পরে আশুতোষ কলেজ থেকে স্নাতক হন। কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'সত্যি বলে সত্যি কিছু নেই' ছবিতে দেখা যাবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports