স্নাতক হলেন মাধুরী দীক্ষিত ও শ্রীরাম মাধব নেনের ছেলে অরিন। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। অরিনের এই সাফল্য একসঙ্গে উদযাপন করেছে মাধুরী, শ্রীরাম সহ তাঁদের পুরো পরিবার। শ্রীরাম নেনে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বেশকিছু ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁদের মুখে এই খুশির ছাপ স্পষ্ট। ছবিতে অরিন, মাধুরী দীক্ষিত এবং ডঃ নেনেকে অন্যান্য কলেজ শিক্ষার্থীদের সঙ্গে দেখা যাচ্ছে। বলাই বাহুল্য, ছেলের এই সাফল্য যেকোনও বাবা-মায়ের কাছেই একটি গর্বের মুহূর্ত।
সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি শেয়ার করে ডঃ শ্রীরাম নেনে ক্যাপশনে লিখেছেন, ‘এক সপ্তাহে এত কিছু! প্রতিটি মুহূর্ত খুব বিশেষ ছিল। আমি অরিন এবং তাঁর সমস্ত সহপাঠীদের জন্য খুব গর্বিত। আর সবচেয়ে বড় কথা, এমডি (মাধুরী) অরিনের গ্র্যাজুয়েশনের মধ্য দিয়ে ওঁর জন্মদিন পালন করলেন! দুজনের জন্য এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারত।’
আরও পড়ুন-PMS-আক্রান্ত, গায়িকা ইমন চক্রবর্তী লিখলেন,'অনেক দিন ধরে এই সমস্যায় ভুগছি…', কী এই ব্যাধি?