ইউটিউবার এবং পডকাস্টার রণবীর এলাহাবাদিয়া, যিনি বিয়ার বাইসেপস নামেও পরিচিত, সম্প্রতি বিতর্কে রয়েছেন ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ করা একটি বিতর্কিত মন্তব্যের কারণে। যেখানে তিনি এক প্রতিযোগীকে প্রশ্ন করেন, ‘তুমি কি সারা জীবন মা-বাবাকে সঙ্গমরত অবস্থায় দেখতে চাও, নাকি তাতে যোগ দিয়ে একেবারে বন্ধ করে দিতে চাও’। কার্যত ঝামেলায় জড়িয়েছেন রণবীর। এমনকী, তাঁর নামে হয়েছে এফআইআর। সমনও পাঠানো হয়েছে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করার জন্য। যদিও এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এখনও নিজের বয়ান রেকর্ড করেননি।
এরই মাঝে ভাইরাল একটি ভিডিয়ো। যেখানে প্রিয়াঙ্কা চোপড়াকে ‘পরিবার’ নিয়ে প্রশ্ন করে বেশ ভালোই অপমানিত হয়েছিলেন। রণবীর এলাহাবাদিয়ার করা প্রশ্ন পছন্দ না হওয়ায়, বেশ একহাত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
আরও পড়ুন: ‘সৌমী আমার প্রেমিকা নন’, প্রেমদিবস কাটতেই দাবি কবীর সুমনের! চেনেন গায়কের ৫ম বউকে, বাংলাদেশী গয়িকা
দু'বছর আগে ২০২২ সালে, গ্লোবাল আইকন এবং ওজি দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া জোনাস যোগ দিয়েছিলেন ‘দ্য রণবীর শো’-তে । আর সেখানেই রণবীরের প্রশ্ন ছিল প্রিয়াঙ্কা চোপড়াকে, ‘আপনি কি এখনও পারিবারিক অনুষ্ঠানগুলোতে যান? যেতে পারেন? এত বিখ্যাত হওয়ার পরেও?’
আর এমন প্রশ্নে প্রথমটা রীতিমতো বিহ্বল হয়ে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। জানতে চান, ঠিক কী জানতে চাইছে রণবীর। তাতে তিনি ফের বলে ওঠেন, ‘না এই এত বড় (হাত দিয়ে ইঙ্গিত করে) খ্যাতি থাকার পরেও? আমি তো ভাবতেও পারি না…’ এরপর অভিনেত্রীর চোখমুখে স্পষ্টতই ফুটে ওঠে বিরক্তি।
আরও পড়ুন: সন্তানের বয়স মাত্র ১৬ মাস, লুকোন স্বামীর পরিচয়, ২য়বার গর্ভবতী এই বলি নায়িকা, বলুন তো কে?
প্রিয়াঙ্কা চোপড়া বলে ওঠেন, ‘তার মানে তুমি বলতে চাইছ আমি আমার ভাইয়ের বিয়েতে নাচব না? অবশ্যই নাচব। আমার পরিবার, আমার কাজিনরা, আমরা পরিবার, সকলেই আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমার খ্যাতি আমার কাজের একটা অংশ। এটা কখনো আমি কেমন মানুষ তা বোঝায় না। এটি এমন কিছু নয় যা আমি নিয়ন্ত্রণ করতে পারি। এটা এমন কিছু যা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: ‘বিয়ে করতে পারবে না, প্রেগন্যান্ট হতে পারবে না! প্রযোজকরা সই করাতো চুক্তিতে', বিস্ফোরক সলমনের নায়িকা
প্রসঙ্গত, চলতি মাসেই বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়ার ভা সিদ্ধার্থ চোপড়া। আর ভাইয়ের বিয়েতে অভিনেত্রীর বরযাত্রী নিয়ে নাচ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। শুধু তাই নয়, নিকের পরিবারও অংশ নিয়েছিল এই বিয়েতে। শ্বশুর-শাশুড়িকে আগলে রেখেছিলেন দেশি গার্ল। বউদি নীলম উপাধ্যায়ের শাড়ি ঠিক করে দেওয়া, যাতে পাপারাজ্জিদের ক্যামেরায় সুন্দর ছবি ওঠে, সেই মুহূর্তও এখনও সকলের চোখে লেগে রয়েছে।