বাংলা ধারাবাহিকের দুই নায়কের গোপন ভিডিয়ো ঘিরে উত্তাল স্যোশাল মিডিয়া। তাঁদের মধ্যে এক নায়কের ধারাবাহিক কিছু সপ্তাহ আগেও টিআরপি টপার হয়েছে বেশ কয়েকবার। বর্তমানে অবশ্য প্রথম পাঁচে দেখা যাচ্ছে না। তবে মেগার আগে একাধিক ছবিতে নানা ভূমিকায় তাঁকে দেখেছেন দর্শকরা। তাঁর বাবা ক্রীড়া জগতের জনপ্রিয় মুখ। বাঙালির অন্যতম পছন্দের গোয়েন্দা চরিত্রের সহকারীর ভূমিকাতেও দর্শকরা বেশ কিছু ছবিতে দেখেছেন নায়ককে। তাছাড়াও বর্তমানে নায়ককে যে মেগায় দেখা যায় সেই মেগার নায়িকার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনও শোনা যায়। তবে এই সব কিছুর মধ্যেই নাকি ফাঁস তাঁর গোপন ভিডিয়ো?
আরও পড়ুন: সায়কের গায়ে হলুদের ছবি প্রকাশ্যে! পাত্রী ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী, জানেন তিনি কে?
আরও পড়ুন: চুপিচুপি বিয়ে সারলেন প্রিয়াঙ্কা-শুভ্রজিৎ? 'সমস্ত আচার-অনুষ্ঠান…', যা বললেন নায়িকা
তাঁর সেই কয়েক মিনিটের ভিডিয়ো ঘিরে বিরাট উত্তেজনা তৈরি হয়েছে। তবে তাঁর অনুরাগীদের দাবি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ফেক ভিডিয়োটি তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: 'তুমি সে যে, আমার…', সোহেল নয়! তিয়াসার জীবনে শান্তির কারণ কে? জানালেন নায়িকা
আরও পড়ুন: 'কাঞ্চন সারাদিন বসে আদর খায়…', কৃষভির জন্মের পর তাঁদের সম্পর্ক প্রসঙ্গে অকপট শ্রীময়ী
ভিডিয়োয় সেই নায়ককে কোনও এক অজ্ঞাত পরিচয় মহিলার সঙ্গে ভিডিয়ো কলে যৌন ক্রিয়াকলাপ করতে দেখা গিয়েছে। যদিও হিন্দুস্তান টাইমস বাংলা ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি। তবে টলিপাড়ার জনপ্রিয় নায়কের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতে রীতিমতো অবাক করেছে ইন্ডাস্ট্রির অনেককেই। যদিও এই প্রসঙ্গে এখনও মুখ খোলননি নায়ক।
আরও পড়ুন: শাশুড়ির গয়না চুরির দায়ে গ্রেফতার 'কমলিনী'! নতুন কী বাঁচাতে পারবে বৌঠানকে? 'চিরসখা'য় বড় চমক
অন্যদিকে, টলিপাড়ার আরও এক অভিনেতার কিছু আপত্তিকর ছবি ও ভিডিয়ো স্যোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। শোনা যাচ্ছে নায়কের নাকি সমাজমাধ্যমে বেশ কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্য একটি থেকেই এই সব ভিডিয়ো ও ছবি সামনে আসে। অনেকে দাবি করেছেন এটাও সম্ভব প্রযুক্তির কারসাজি। আবার অনেকের মতে সবটাই নায়কের ‘বিকৃত মস্তিষ্কে’র ফলাফল! বর্তমানে নায়ককে ছোট পর্দায় চিকিৎসকের ভূমিকায় দেখা যাচ্ছে। কিছুদিন আগেই আইনি বিয়ে সেরেছিলেন এই অভিনেতা। ভালোবসেই বিয়ে করেছিলে তিনি। তবে এই ঘটনা কি আদৌ সত্যি, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।