
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রতিটা মেয়েই তাঁর বাবা কাছে রাজকন্যা! তাঁদের জীবনের প্রথম হিরো-ও বাবাই হয়। মায়ের কাছে বকাঝকা মিললেও, বাবার কাছ থেকে আসে ভালোবাসা আর আবদার। আর বাবার চলে যাওয়া, তৈরি করে এক অপূরণীয় শূন্যতা। যা হয়তো কখনোই পূরণ হয় না। এক তারকার ইনস্টা পোস্টে এরকমই মনখারাপ ধরা পড়ল।
মাসখানেক আগে থেকেই চর্চায় আছেন এই সুন্দরী রমণী। যদিও তিনি সরাসরি বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। বরং কাজ করেন সমাজকর্মী হিসেবে। সঙ্গে গ্রেটার নয়ডার একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন। ২০২৩ সালের ২৭ নভেম্বর বিয়ে করেছেন টলিউডের নামজাদা হিরোকে। এর আগে এই হিরোর-ই বন্ধু এক গায়কের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর।
ঠিকই ধরেছেন ছবিখানা পিয়া চক্রবর্তীর। বাবার কোলে উঠে ছবিখানা শেয়ার করে নিয়েছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যেটি পোস্ট করা হয়েছিল গত বছর। সেই সময় ক্যাপশনে লিখে গিয়েছিলেন, ‘বাবা ১৯ ফেব্রুয়ারি এই পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন। উত্তরাধিকারে রেখে যান দয়া আর উদারতা।’
পুরনো পোস্ট শেয়ার করে পিয়া জুড়লেন, ‘কেটে গেল গোটা ১টা বছর’।
পিয়া চক্রবর্তীর ইনস্টাগ্রাম স্টোরি।
পরমব্রতর সঙ্গে বিয়ে জীবনে ঝড় তুলেছিল পিয়ার। এখন যদিও ট্রোলের চাপ অনেকটা কমেছে। ২০১৫ সালের ৬ ডিসেম্বর, তৎকালীন বান্ধবী পিয়া চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন টলিউডের সুরকার-গায়ক অনুপম রায়। এরপর একসঙ্গে বহু অনুষ্ঠানে গান গাইতে শোনা গিয়েছে তাঁদের। সেই বিয়ে স্থায়ী হয় মাত্র ৬ বছর। ২০২১ সালের ১১ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি দিয়ে তাঁরা করেছিলেন ডিভোর্সের ঘোষণা। সেইসময়তেই শোনা গিয়েছিল করোনা আর আমফানের ত্রাণ দেওয়ার সময়তেই নাকি কাছাকাছি এসেছিলেন তিনি আর পরমব্রত, তাই বিচ্ছেদ। যদিও সেই সময়, সেই গুজব ঘোষণা করা হয়েছিল ‘ভুয়ো’ বলে।
এরপর ২০২৩ সালে এসে পরমব্রত আর পিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হতেই রে রে করে তেড়ে আসে নেটপাড়া। এমনকী ‘বর চোর’ তকমাও সেঁটে দেওয়া হয় পরমের গায়ে। তবে সাক্ষাৎকারে, পরমব্রত দাবি করেন, পিয়ার প্রথম বিয়ে ভাঙার সময় তাঁরা শুধুই ‘বন্ধু ছিলেন’। বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অনেক পরে এসে।
পিয়া নিজেও মুখ খুলেছেন এইসব ট্রোলারদের বিরুদ্ধে। স্পষ্ট করে দিয়েছেন, দ্বিতীয় বিয়ে নিয়ে তাঁকে ট্রোল করার কোনও অর্থ হয় না। কারণ, তাঁর জীবনে আসা দুই পুরুষই কারও না কারও প্রাক্তন (অনুপমের দ্বিতীয় স্ত্রী ছিলেন পিয়া, আর পরমব্রতর বান্ধবী তালিকা দীর্ঘ। নাম রয়েছে তাতে স্বস্তিকা মুখোপাধ্যায়েরও)।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports