অনেক টালবাহানা চলেছে মাসখানেক ধরে। সেই মার্চ মাসে প্রথমবার সামনে এসেছিল ‘ফুলকি’র প্রোমো। যাতে মুখ্য নায়িকা চরিত্রের অর্থাৎ দিব্যানি মণ্ডলের দেখা পাওয়া গিয়েছিল শুধু। এরপর শোনা যায়, ধারাবাহিকের জন্য নাকি ঠিকঠাক নায়ক চরিত্রেই পাচ্ছেন না নির্মাতারা।
এরপর চলতি মাসেই ভাঙা পড়ে মিঠাই সিরিয়ালের সেট। ‘মনোহরা’ ভেঙে সেখানেই ফুলকি-র সেট তৈরি করা হয়। ফুলকি-র পরিচালনার দায়িত্বে রয়েছেন মিঠাইয়ের পরিচালনার দায়ভার সামলানো রাজেন্দ্রপ্রসাদ দাস। আর ক্যামেরায়ও মিঠাই টিমেরই প্রধান ক্যামেরাপার্সন।
রবিবার রাতে সামনে এল ফুলকি-র দ্বিতীয় ট্রেলার। যাতে নায়ক চরিত্রে ‘গঙ্গারাম’-খ্যাত অভিষেক বসু। ট্রেলারে দেখা যাচ্ছে বর্ধিষ্ণু পরিবারের ছেলে অভিষেক। কিন্তু বক্সিং নিয়ে কিছু অপূর্ণ হওয়া স্বপ্ন রয়েছে তাঁর মনে। তাই পরিবারের সবার থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখে। রবীন্দ্রজয়ন্তীর দিন বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে না চাওয়ায় অপমান করা হয়। তাই গাড়ি নিয়ে বেরিয়ে যায় রাগে। সমুদ্রের ধারে পৌঁছেই আলাপ ফুলকির সঙ্গে। জুতো সমুদ্র থেকে তুলে আনতে যাওয়া ফুলকিকে হাত ধরে টেনে আনে অভিষেকই।
যেই না অভিষেক বকা দিয়ে বলতে যায়, ‘এখনই তো ভেসে যেতেন আপনি’। আর তাতে ফুলকির জবাব, ‘ভেসে যাওয়া এত সহজ নয় মশাই। আপনি যদি ভেসে যান দেখবেন কেউ না কেউ আপনার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। ঠিক এমনি করে।’
ট্রেলার দেখে অনেকেই দাবি করতে শুরু করেছেন ‘দীপ জ্বেলে যাই’-এর মতো। আবার কেউ বলছেন, ‘সিডের যেমন কারও সঙ্গে মিশতে ভালো লাগত না সেরকম এই নায়কেরও। এতই কি সবহজ নাকি মিঠাইকে নকল করা।’ তৃতীয়জন লিখলেন, ‘আমি বুঝে গিয়েছি গল্প কী হবে। শহরের ব্যর্থ বক্সার গ্রামের মেয়ে ফুলকিকে বক্সার বানানোর স্বপ্ন নিয়ে শহরে নিয়ে আসবে বিয়ে করে। তারপর সেই মেয়ে বক্সিং খেলার জায়গায় সংসার সামলাবে। বরের পুরনো প্রেমিকাকে নিয়ে কূটকাটালি করবে। আর ফুলকিও নিজেকে আদর্শ বৌমা পালন করার চেষ্টা চালিয়ে যাবে।’
তবে এখনও সামনে আসেনি দিনক্ষণ। খুব সম্ভবত জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেখা যাবে এই মেগা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )