Harman Baweja: বলিউডের অনেক অভিনেতাই রাতারাতি লাইমলাইটে চলে আসেন। তাঁদের অভিষেকও হয়েছিল চমকপ্রদ। তবে একটা সময় পর হারিয়ে যান তাঁরা। এমনই একজন অভিনেতা হলেন হারমান বাওয়েজা, প্রথম ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে অভিনয় করেছিলেন। প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর সম্পর্কও ছিল লাইমলাইটে।