
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
উত্তরোত্তর বাড়ছে সাইবার ক্রাইম। আর বিভিন্ন পন্থায় মানুষদের ঠকাচ্ছে সাইবার প্রতারকরা। এবার সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন জনপ্রিয় কমেডিয়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সরকার, পুলিশকে নিয়ে লিখলেন কী?
এদিন জনপ্রিয় কমেডিয়ান অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমান সময়ে যে আকছার পার্সেল স্ক্যাম হয় মাদক পাওয়া গিয়েছে, বিদেশ থেকে পার্সেল এসেছে বলে যে ফোন আসে সেই বিষয় নিয়ে সরব হন। সরকার, পুলিশ কেন এগুলো নিয়ে কড়া পদক্ষেপ নিয়ে আটকাচ্ছে না সেটা নিয়েও প্রশ্ন তোলেন।
অভিজিৎ তাঁর পোস্টে লেখেন, 'স্ক্যামিং দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে, পুলিশ বা সরকার কারও কিছু যায় আসে না দেখছি। আমরা প্রতারকদের থেকে যে রোজ রোজ ফোন পাচ্ছি সেটা স্বাভাবিক নয়। আমরা যে বারবার ইগনোর করছি, সেটাও ঠিক না। কল্পনা করুন যে আমরা যদি প্রতিদিন রাস্তায় ছিনতাইয়ের মুখোমুখি হতাম? এটা এমন একটা অপরাধ যেটা আমরা অ্যাভয়েড করতে পেরেছি।'
তিনি এদিন আরও লেখেন, 'গতকাল এক ঘণ্টার মধ্যে আমার দুজন পরিচিত মানুষের কাছে একটা ফোন হ্যাকিং এবং পার্সেল স্ক্যামের ফোন এসেছিল। সবাই বলে খালি সতর্ক থাকুন। কিছু না করে খালি এই কথাটা বলার অর্থ কী? এটার বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে।'
সেখানে তাঁর পোস্টে এক ব্যক্তি লেখেন, 'কোনও আন্তর্জাতিক নম্বর থেকে কল এলে ধরবেন না। হোয়াটসঅ্যাপে কোনও অচেনা নম্বর দিয়ে ফোন এলেও ধরবেন না।' আরেকজন লেখেন, 'এটার মূল কারণ ভারতে কোনও কঠিন ডেটা প্রটেকশন আইন নেই। আপনার ব্যক্তিগত তথ্য সবার জন্য।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'একেবারেই সঠিক একটি বিষয়ে কথা বলেছেন।'
আরও পড়ুন: বাংলা গানে না, শ্রোতাকে ভৎর্সনা ইমনের! ভিডিয়ো ভাইরাল হতেই বললেন, 'সমানে বিরক্ত করছিল, আবার যদি...'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports