জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রী বাই ফুলে, এই দুই ব্যক্তির জীবনী নিয়ে তৈরি হয়েছে ‘ফুলে’। তবে সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাওয়ার আগেই বেশ কয়েকটি বিতর্কে জড়িয়ে পড়েছে। সিনেমার বেশ কিছু দৃশ্য কাটছাঁট করতে হয়েছে পরিচালককে, এরই মধ্যে সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আচমকাই ব্রাহ্মণ সমাজ নিয়ে কুরুচিকর মন্তব্য করে বসেন অন্যতম পরিচালক অনুরাগ কাশ্যপ।
অনুরাগ ‘ফুলে’ সিনেমা নিয়ে মন্তব্য করতে গিয়ে হঠাৎ করেই ব্রাহ্মণ সমাজকে টেনে এনে করেন কুরুচিকর মন্তব্য। এক সোশ্যাল মিডিয়া ইউজারের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ‘ব্রাহ্মণদের মুখে আমি প্র*** করি।’ পরিচালকের এই মন্তব্য ভিড়েই তৈরি হয় বিতর্ক। দায়ের করা হয় এফ আই আর।
আরও পড়ুন: ৪৭ বছরেও পুলিশ অফিসারের বেশে ফাটাফাটি রানি, প্রকাশ্যে ‘মর্দানি ৩’র লুক
আরও পড়ুন: 'দৃশ্য বাদ যাওয়ায় খারাপ লাগে, তবে প্রশ্ন তুলিনি…', ‘জওয়ান’ বিতর্কে অবশেষে মুখ খুললেন বিরাজ
গতকাল অনুরাগের এই মন্তব্যকে কটাক্ষ করে অন্যতম চিত্রনাট্যকার মনোজ মুনতাশি বলেন, ‘নিজের সীমার মধ্যে থাকুন। তোমার কাছে অর্থ এবং তথ্য দুটোই কম, তাই দয়া করে নিজেকে আয়ত্তের মধ্যে রাখো। ব্রাহ্মণ সমাজকে কলুষিত করার চেষ্টা করো না।’ এবার অনুরাগের বিপক্ষে কথা বলতে শোনা গেল পায়েল ঘোষকে।
অনুরাগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে পায়েল বলেন, ‘অনুরাগ ভীষণ খারাপ এবং বিরক্তিকর একজন মানুষ। ওঁর থেকে এমন মন্তব্য শুনে আমি একদমই অবাক হইনি। হিন্দু ধর্মে আমরা যেখানে মহিলাদের দেবী বলে মানি, সেখানে উনি সম্মতি ছাড়াই মহিলাদের গায়ে হাত দেন। তবে ব্রাহ্মণদের নিয়ে উনি যা বলেছেন, তা ভীষণ লজ্জাজনক। সকলের উচিত অনুরাগকে বয়কট করা।’
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় ছুটির মেজাজে শুভশ্রী, ‘মেয়ে কই?' প্রশ্ন নেটপাড়ার
আরও পড়ুন: 'তোমার বাড়িতেও গুলি...', সলমন নয়, লরেন্সের নিশানায় এবার কোন অভিনেতা?
অনুরাগের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে পায়েল আরও বলেন, ‘ওঁকে ছাড়া ইন্ডাস্ট্রি বেশ ভালোই থাকবে। উনি অন্যদের সম্মান করতে পারেন না, ওঁর মতো মানুষের কোনও প্রয়োজন নেই ইন্ডাস্ট্রিতে। উনি যে যে খারাপ কাজ করেছেন, তার কর্মফল ওঁকে ভোগ করতে হবেই। উনি যে মন্তব্য করেছেন তার জন্য কড়া পদক্ষেপের দাবী জানাচ্ছি আমি।’