বিগ বস এমন একটি মঞ্চ যেখানে একদিকে যেমন বহু সম্পর্ক তৈরি হয়েছে তেমন অন্যদিকে ভেঙেও গেছে বহু সম্পর্ক। বিগ বস ১৪ চলাকালীন একে অপরের প্রেমে পড়েছিলেন পবিত্র পুনিয়া এবং এজাজ খান। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেমও করেছিলেন তাঁরা। কিন্তু আচমকাই গত বছরের সেপ্টেম্বর মাসে সম্পর্ক শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। কেন?
টেলি মাসালার সঙ্গে কথোপকথনে পবিত্র পুনিয়া বলেন, সম্পর্ক ভালো রাখার জন্য অনেক চেষ্টা করেছিলাম আমরা। সম্পর্কে যখন একজন নারী বশ্যতা স্বীকার করে নেয় এবং খুব নরম মনের হয় তখনই একটা সম্পর্ক বজায় থাকে। ছেলেরা সবসময় ভাবে মেয়েরা মেয়েলি স্বভাবের হলেই সম্পর্ক ভালো থাকে।
আরও পড়ুন: 'মা চলে যাওয়ার পর…' রাজের ছবি 'সন্তান' দেখে আবেগে ভাসলেন সুদীপা!
আরও পড়ুন: করণ আঁজলার কনসার্টে গান গাইতে গিয়ে ট্রোল্ড বরুণ, নেটিজেনরা কার কথা মনে করালেন?
পবিত্র বলেন, একজন মহিলা যখন আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছে, তখন আপনারা উচিত তার সঙ্গে ভদ্রভাবে কথা বলা। কিন্তু কোনও পুরুষ যদি আপনাকে দমন করতে চায়, তখন আপনাকে রুখে দাঁড়াতেই হবে। আমাদের ক্ষেত্রেও ব্যাপারটি এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছিল, যখন আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি।
এজাজ খান সম্পর্কে তিনি বলেন, এজাজ অনেক বেশি পুরুষত্ব বজায় রাখতে ভালোবাসে। তবে মাঝে যে খবর ছড়িয়েছিল যে ধর্মীয় কারণে আমাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল তা একেবারেই মিথ্যা। ধর্মীয় কারণ কখনওই বাধা হয়ে দাঁড়ায়নি আমাদের সম্পর্কের মধ্যে। আমাদের সম্পর্কের কথা দুই পরিবারের সকলে মেনে নিয়েছিলেন।
আরও পড়ুন: ট্র্যাফিক আইন ভেঙে মোটা টাকা জরিমানা দিয়েছেন! অবশেষে ঘটনা নিয়ে মুখ খুললেন বাদশা
অভিনেত্রী আরও বলেন, ইন্ডাস্ট্রিতে জাত এবং ধর্ম দেখা হয় না এটা সকলেই জানে। আমাদের সম্পর্কেও তাই এটা কোনও বাধা ছিল না। এজাজকেও আমি প্রথমেই বলে দিয়েছিলাম, আমি নিজেকে পরিবর্তন করব না কখনও। ওকেও আমার জন্য পরিবর্তন হতে হত না। জন্ম থেকে একজন ব্যক্তি যখন একটি ধর্ম অনুসরণ করে তার পক্ষে হঠাৎ করে অন্য ধর্ম অনুসরণ করা সম্ভব নয়, এটা আমাদের দুজনেরই বিশ্বাস ছিল।