বলিউডে বিরাট বড় ঘটনা! ‘আশিকি ২’ জুটি এবার ব্যক্তিগত জীবনেও জোট বাঁধতে চলেছে। এটাই আপাতত বলিউডের সবচেয়ে বড় খবর। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, কিন্তু দুই তারকার ঘনিষ্ঠ মহল থেকেই এ কথা শোনা যাচ্ছে।
এই জুটি হল পলক মুচ্ছল আর মিথুন। দুই সঙ্গীতশিল্পী একসঙ্গে প্রথম কাজ করেন ‘আশিকি ২’ ছবিতে। সেই ছবিতে অভিনয় করেছিলেন আদিত্য রায় কাপুর আর শ্রদ্ধা কাপুর। বক্সঅফিসে বিরাট হিট হয় ছবিটি। তার পিছনে এই ছবির গানের ভূমিকাও ছিল বিরাট। তাই অনেকেরই মত, ছবি হিট হওয়ার পিছনে পলক এবং মিথুনের ভূমিকাও নেহাত কম নয়।

সেখান থেকেই কি আলাপ? সেখান থেকেই প্রেম?
না, এই গল্পে একটা টুইস্ট আছে। এই দুই শিল্পী পরস্পরকে চিনলেও তাঁদের বিয়ে নাকি একেবারেই প্রেমজনিত নয়। বরং দুই শিল্পীর পরিবার এবং ঘনিষ্ঠরা মিলেই এই বিষয়টিচর কথা এগিয়েছেন। সেই হিসাবে এটিকে সম্বন্ধ করে বিয়েও বলা যেতে পারে।
তবে শুধু ‘আশিকি ২’ নয়। এছাড়াও ‘ট্র্যাফিক’ ছবিতেও একসঙ্গে কাজ করেছেন এই দু’জন। দু’জনের মধ্যে পরিচয় ছিল আগে থেকেই। কিন্তু বিষয়টি কখনও বিয়ে বা প্রেমের সম্পর্কের রূপ নেয়নি। তেমনই জানিয়েছেন দুই শিল্পীর ঘনিষ্ঠরা।
আগামী মাসের ৬ তারিখ বিয়ের অনুষ্ঠানের বিষয়টি পাকা হয়ে গিয়েছে। শিল্পীদের তরফে কিছু জানানো না হলেও সংবাদ মাধ্যমের তরফে এমনই বলা হয়েছে। সব কিছু পরিকল্পনামাফিক চললে আর এক মাসেরও কম সময়ের মধ্যে বিয়ে হয়ে যাবে এই দুই তারকার।