বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার জন্মদিন ছিল মঙ্গলবার। উর্বশীর জন্মদিনের পার্টির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া এই ভিডিয়োয় উর্বশী ও ওরিকে দেখা যাচ্ছে। উর্বশীর সঙ্গে নাচছে ওরি। নাচতে নাচতে ওরি আচমকা উর্বশীকে ধাক্কা দেন। ওরির ধাক্কায় হোঁচট খান উর্বশী। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও এই ভাইরাল ভিডিয়োয় প্রতিক্রিয়া জানাচ্ছেন। উর্বশীকে ধাক্কা দেওয়ার এই ভিডিয়ো পোস্ট করেছেন ওরি নিজেই।
আরও পড়ুন: জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী কি কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মারা গিয়েছেন? ইন্টারনেটে জল্পনা
ভিডিয়োয় দেখা যাচ্ছে, অভিনেত্রীর নতুন ছবি ডাকু মহারাজের গানে নাচছেন ওরি ও উর্বশী। নাচতে নাচতে ওরি উর্বশীকে হালকা ধাক্কা দেন এবং উর্বশী পড়ে যান। এরপরই এক ব্যক্তিকে উর্বশীকে সামলাতে দেখা যায়। তখনই ওরি ঊর্বশীকে জড়িয়ে ধরে। উর্বশীর এই ভিডিয়ো পোস্ট করে ওরি লেখেন, ' বিশ্বের প্রথম মহিলাকে আমি ধাক্কা দিয়েছি।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ভিডিয়োয় প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, গুড জব।অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ডাকু মহারাজে উর্বশীর জায়গা নেবেন ওরি। অনন্যা পান্ডেও এই কমেন্ট করেছেন। ভিডিয়োয় কমেন্টে অনন্যা পান্ডে লিখেছেন, আপনি প্রথমে আমাকে ধাক্কা দিয়েছিলে্ ওঁকে না। একই সঙ্গে একজন ব্যবহারকারী লিখেছেন, ছোটু পুরোদমে মজা পাচ্ছে।
আরও পড়ুন: অস্কার বিজয়ী জিন হ্যাকম্যান এবং তাঁর স্ত্রী বেটসিকে পাওয়া গেল মৃত অবস্থায়, সঙ্গে মৃত পোষ্যও
উল্লেখ্য, এর আগে দুবাই স্টেডিয়াম থেকে ওরি ও উর্বশীর একটি ভিডিয়ো সামনে এসেছিল। এই ভিডিয়োয় ওরি ও উর্বশীকে একই গানে নাচতে দেখা গেছে। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দুবাইয়ে গিয়েছিলেন ওরি ও উর্বশী।সেখানে ঊর্বশীর গালে চুমু খেতে দেখা যায় ওরিকে।