ঘটা করে বিয়ে, এসব কাণ্ড দক্ষিণ এশিয়ার বিয়েতে বহু প্রাচীন রীতি। বিয়েতে জাঁকজমক তো এদেশেও নতুন নয়। বিয়েতে টাকা ওড়ানো, এ আর নতুন কী! উত্তর ভারতে এসব প্রায়শই দেখা যায়। এবার বিয়েতে প্লেন ভাড়া করে টাকা ওড়ালেন ছেলের বাবা। আর এই ঘটনা ঘটেছে হায়দরাবাদে। তবে সেটা তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদ নয়, এটা পাকিস্তানের সিন্ধ প্রদেশের হায়দরাবাদ।
ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পাকিস্তানি বাবার এই ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, কনের বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছে একটা বিমান, ছড়ানো হচ্ছে নগদ লক্ষ লক্ষ টাকা। গোটা ঘটনায় বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। উঠে এসেছে নানান মন্তব্য। একজন X ব্যবহারকারী এই ভিডিয়ো পোস্ট করে রসিকতা করে লিখেছেন, ‘পাত্রের বাবা ছেলের বিয়ের জন্য বিমান ভাড়া করে কনের বাড়িতে লাখ লাখ টাকা ফেলেছেন। এবার মনে হয় সারা জীবন ছেলে বাবার ঋণ শোধ করতে হবে’।
আরও পড়ুন-'খাদান' হিট, এরই মাঝে দেব-যিশু-ইধিকাদের নিয়ে মুখ খুললেন পরিচালক, কী এমন বললেন সুজিত?
দেখুন সেই ভিডিও…
আবার অনেকেই এধরনের কাজকর্মের তীব্র নিন্দা করেছেন। একজন লিখেছেন, ‘আকাশ থেকে নগদ টাকা না ফেলে এই টাকা গরিবদের সাহায্য করতে পারতেন। কাজে লাগত।’ কারোর কথা, কীভাবে অ অপচয় চলছে…।' তবে প্লেন ভাড়া করে টাকা আদৌ ছেলের বাবা ছড়িয়েছেন কিনা, তার সত্যতা HT বাংলা যাচাই করে নি। তবে এই বিষয়টি নিঃসন্দেহে সোশ্যাল প্ল্যাটফর্মে বিতর্কের জন্ম দিয়েছে।
উদ্ভট বিয়ে
প্রায়ই বিয়ের অনুষ্ঠানে নানান রকম উদ্ভট কাণ্ডকারখানা চর্চায় উঠে আসে। কিছুদিন আগেই এদেশেই গাজর, বেগুন ও মূলার মতো সবজি দিয়ে সাজানো একটি বিয়ের গাড়ির ভিডিয়ো ভাইরাল হয়েছিল। আরও এক বিয়ে গরুর গাড়িতে করে গ্র্যান্ড এন্ট্রি হয়েছিল নব দম্পতির। যেটা কিনা অবশ্য ছিল তাদের গ্রামীণ ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন। আবার অনেক বিয়েতেই নবদম্পতিকে তাঁদের বৈবাহিক যাত্রা শুরু আগে বাড়ির বাইরে বাজি ফাটাতে দেখা যায়। সম্প্রতি সাত ফেরা'র বদলে ভারতীয় সংবিধান নিয়ে শপথ নিতে দেখা যায় ছত্তিশগড়ের নবদম্পতি।
আবার বৃহস্পতিবার বেলুনে ঢুকে বিয়ের মণ্ডপে ঢুকতে দেখা যায় এক কনেকে। তাঁর বাইরে অবশ্য রাধা-কৃষ্ণ সেজে নাচতে দেখা গিয়েছিল দুই নর্তকীকে। যে ভিডিয়ো নিয়েও কিছু কম চর্চা হয়নি। আবার বিতর্কও তৈরি হয়েছিল।