বাংলা নিউজ > বায়োস্কোপ > Nimrat Kaur: রণবীরের Animal ভালো লেগেছে, আমার জাট রক্তকে জাগিয়ে তুলেছে! তবে একথা বলতে ভয় পেয়েছি: নিমরত
পরবর্তী খবর
Nimrat Kaur: রণবীরের Animal ভালো লেগেছে, আমার জাট রক্তকে জাগিয়ে তুলেছে! তবে একথা বলতে ভয় পেয়েছি: নিমরত
1 মিনিটে পড়ুন Updated: 25 Dec 2023, 09:04 AM ISTRanita Goswami
‘এই ছবিটা নিয়ে কি আমারও ঘৃণা তৈরি হয়েছে? নাহ হয়নি। ছবির প্রতিটা দৃশ্য, অ্যাকশন সিকোয়েন্স উপভোগ করেছি। এই ছবি আমার জাট (সম্প্রদায়) রক্তকে জাগিয়ে তুলেছে। রেঞ্জ রোভার গাড়ি যখন পাঞ্জবের গ্রামের উপর দিয়ে ছুটছিল, তখন মনে হয়েছে, হ্যাঁ, ভাই, চলো চলো। আপনারা কীসের জন্য লড়াই করছেন জানি না, তবে সঙ্গে আছি।'
নিমরত কৌর-অ্যানিম্যাল
রণবীর কাপুর-রশ্মিকা মান্দানার ছবি Animal নিয়ে চর্চা চলছেই। বক্স অফিসে ব্লকবাস্টার হওয়ার পর এবার OTT-তেও মুক্তি পেতে চলেছে 'অ্যানিম্যাল'। তবে হ্যাঁ, এই ছবি নিয়ে একাংশের অভিযোগও কিছু কম নেই। উগ্র, বিষাক্ত পৌরুষের অভিযোগে এছবির উপর ক্ষিপ্ত অনেকেই। অনেকেই এই ছবি নেয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। এই ছবি নিয়ে বহু অভিনেতা-অভিনেত্রীও তাঁদের অপছন্দের কথা জানিয়েছেন। সম্প্রতি রণবীরের ছবি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। এই বিষাক্ত পৌরুষ নিয়ে চর্চার মাঝেই এবার Animal-নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিমরত কৌর।
সত্য়িই কি 'অ্যানিম্যাল' ভীষণই বিরক্তিকর? কী বক্তব্য নিমরতের?
নিমরত কৌর অকপটে জানান, ‘আমি ছবিটা দেখেছি। এটা নিয়ে ভীষণ কৌতূহলী ছিলাম। যে ছবি নিয়ে এত কোলাহল, সেটা আসলে কী তা দেখতে চেয়েছিলাম। তবে বিষয়টা হল হল যে আমি এটার জন্য যাইনি, কারণ একটা সাড়ে তিন ঘন্টার ছবির জন্য সময় বের করা কঠিন। কফি শপ ও বিভিন্ন পার্টিতে এটা নিয়ে আলোচনা শুনছি। Animal পছন্দ হয়েছে, নাকি হয়নি, এটা নিয়ে যেন উদ্বেগের সংস্কৃতি চলছে।'
নিমরত কৌরের কথায়, ‘ এখন প্রশ্ন এই ছবিটা নিয়ে কি আমারও ঘৃণা তৈরি হয়েছে? নাহ হয়নি। আমি ছবির প্রতিটা দৃশ্য, ব্যাকগ্রাউন্ড স্কোর এবং অ্যাকশন সিকোয়েন্স উপভোগ করেছি। এই ছবি আমার জাট (সম্প্রদায়) রক্তকে জাগিয়ে তুলেছে। রেঞ্জ রোভার গাড়ি যখন পাঞ্জবের গ্রামের উপর দিয়ে ছুটছিল, তখন মনে হয়েছে, হ্যাঁ, ভাই, চলো চলো। আপনারা কীসের জন্য লড়াই করছেন জানি না, তবে সঙ্গে আছি।'